আ.লীগ ভোটে না থাকা মানে, নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জিএম কাদের
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১৭:৫১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বৃহত্তর রাজনৈতিক দল আওয়ামী লীগ ভোটে না থাকা মানে, সার্বিকভাবে অন্তর্ভুক্তিমূলক এই নির্বাচন কখনো গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর সেনাপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনকালীন সময় আমি নিরাপত্তা পেলেও আমার রাজনৈতিক দলের কর্মী ও ভোটাররা নিরাপদ নয়। সরকার একটি বিশেষ দলকে নির্বাচনে সুযোগ সুবিধা দিতে কাজ করছে। যার দরুন এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। জাতীয় পার্টির প্রার্থীদেরকে ভোটের মাঠে এখনও নানাভাবে হুমকি প্রদর্শন করা হচ্ছে। এতে কমিশন নির্বাকার ভূমিকা পালন করছে।
এ সময় জিএম কাদের বলেন, একটি পক্ষ থেকে হ্যাাঁ ভোট দেয়ার জন্য জনগণকে চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে হ্যাঁ ভোট পাস করলে, সংসদ সার্বভৌম স্বাধীন থাকবে না। তাই দেশকে বাঁচাতে না এর পক্ষে মত দিয়েছে জাতীয় পার্টি। এছাড়াও এবারের নির্বাচনে জাতীয় পার্টির পক্ষে মানুষের সাড়া মিলছে বলে দাবি করেন দলের চেয়ারম্যান জিএম কাদের।
এছাড়াও জাপা চেয়ারম্যান দুঃখ প্রকাশ করে বলেন, সারা বিশ্বে বাংলাদেশের মানুষকে চিনত ক্রিকেট দিয়ে; সেই ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছি এই সরকার।
যশোরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জাপা চেয়ারম্যান আরো বলেন, আওয়ামী লীগ করলেই তাদের পরিবারকে মেরে ফেলা হবে এটা কখনো গ্রহণযোগ্য নয়। এবারের নির্বাচনে জাতীয় পার্টির পক্ষে মানুষের অভূতপূর্ব সারা মিলছে বলে দাবি করেন দলের চেয়ারম্যান জিএম কাদের।
উল্লেখ্য, তিন দিনের সফরে নিজ সংসদীয় আসন রংপুর-৩ এ নির্বাচনী প্রচার-প্রচারণা শেষে আজ বিকেলেই ঢাকায় ফিরে যান জাপা চেয়ারম্যান।
আমার বার্তা/এমই
