বাহরাইনে প্রখর রোদে শ্রমিকদের কাজ না করার আহ্বান
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১৩:৩৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

বাহরাইনে সূর্যের প্রখর তাপে খোলা জায়গায় কাজ করা বাংলাদেশি নির্মাণ শ্রমিকদের জন্য স্বাস্থ্যঝুঁকি দিন দিন বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে দুপুরের প্রখর রোদে বিশেষ করে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাজ না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
বৃহস্পতিবার (১০ জুলাই) বাহরাইনের হিদ এলাকায় আয়োজিত হয় এক গ্রীষ্মকালীন সচেতনতামূলক কর্মসূচিতে এ আহ্বান জানানো হয়। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহরাইনের শ্রম মন্ত্রণালয়ের সচেতনতা ও নির্দেশনা বিভাগের প্রধান হোসেন আল-হুসাইনি, শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রতিনিধি মোহাম্মদ আল-হাশেমী এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাহরাইন শাখার জনস্বাস্থ্য সহযোগী কর্মকর্তা রায়ান বুটাইলা।
অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কাউন্সেলর ও দূতালয় প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েস বক্তব্য রাখেন। রাষ্ট্রদূত মো. রইস হাসান সারওয়ারের বার্তা পৌঁছে দিয়ে তিনি শ্রমিকদের প্রতি আহ্বান জানান—তীব্র গ্রীষ্মে নির্ধারিত স্বাস্থ্য ও নিরাপত্তা নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করতে।
মধ্যদুপুরে কাজ না করার আহ্বান জানিয়ে মহিউদ্দিন কায়েস বলেন, আপনারা আমাদের সম্পদ। আপনাদের সুস্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ দূতাবাস সর্বদা পাশে আছে। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সূর্যের প্রখর তাপে কাজ না করাই আপনাদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।
শ্রমিকদের পর্যাপ্ত পানি পান করা, হেলমেট, সেফটি সু ও জ্যাকেট ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেন তিনি। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতা কার্যক্রম চলমান থাকবে বলে জানান মহিউদ্দিন কায়েস।
দূতাবাসের প্রথম সচিব মো. মাহফুজুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। বিদেশি অতিথিরা তাদের বক্তব্যে কর্মীদের স্বাস্থ্যসচেতন হওয়ার আহ্বান জানান এবং গ্রীষ্মকালীন সুরক্ষা নির্দেশনা যথাযথভাবে মানার গুরুত্ব তুলে ধরেন।
তীব্র তাপদাহের কারণে বাহরাইন সরকার ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা জায়গায় কাজ করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
জাগোনিউজের খবর পেতে ফলো করুন
মালিক এই সময়ের মধ্যে কাজ করতে বাধ্য করালে শ্রমিকদের ৮০০০৮০০১ নম্বরে কল করে অভিযোগ জানাতে বলা হয়েছে। এছাড়া যে কোনো জরুরি প্রয়োজনে প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ দূতাবাসের হটলাইন নম্বর ৩৩৩৭৫১৫৫-তে যোগাযোগ করা যাবে।