কুয়েত সফরে যাচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদল
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা/এল/এমই

কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেসিসিআই) আমন্ত্রণে কুয়েত সফরে যাচ্ছেন বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল। দলটি আগামী ১৬ সেপ্টেম্বর কুয়েতে পৌঁছাবেন এবং পরদিন এই সফরে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেসিসিআই) আমন্ত্রণে আগামী মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ থেকে একটি ব্যবসায়ী প্রতিনিধি দল কুয়েত সফর করবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আগামী বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে দূতাবাসের মাল্টিপারপাস হলরুমে বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
ওই মতবিনিময় সভায় অংশগ্রহণে ইচ্ছুক কুয়েত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদেরকে নিবন্ধন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। নাম, সিভিল আইডি নম্বর ও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে আগামী রোববাবের (১৪ সেপ্টেম্বর) মধ্যে [email protected] ইমেইল ঠিকানায় নিবন্ধন করতে বলা হয়েছে।
সূত্র জানিয়েছে, কুয়েতে অনুষ্ঠিতব্য কুয়েত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেসিসিআই)-তে দ্বিপাক্ষিক বৈঠকে যোগদানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (পশ্চিম এশিয়া) এম. আরিকুজ্জামান তিয়াশ কুয়েত সফর করবেন।
আমার বার্তা অনলাইন: