মালদ্বীপ ইমিগ্রেশনের বিশেষ অভিযানে ১৪ জন প্রবাসী আটক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১১:৩৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

মালদ্বীপে ভাঙারি (পুরাতন ধাতু) ব্যবসায় নিয়োজিত অভিবাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

রোববার (১৯ অক্টোবর) পরিচালিত এ অভিযানে পুরাতন ভাঙারির ব্যবসার একাধিক স্থান পরিদর্শন করা হয়। এ সময় ২১ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয় এবং তাদের মধ্যে ১৪ জনকে আটক করা হয়।

ইমিগ্রেশন বিভাগ এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, মালদ্বীপে অবৈধ ব্যবসায়িক কর্মকাণ্ডে নিয়োজিত অভিবাসীদের শনাক্ত ও আটক করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সম্প্রতি রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু ঘোষণা করেছেন, অবৈধ ব্যবসায় জড়িত অভিবাসীদের তাৎক্ষণিকভাবে নির্বাসনের মুখোমুখি হতে হবে। তবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের ব্যক্তিদের কাগজপত্র নিয়মিত করার জন্য অতিরিক্ত সুযোগ দেওয়া হবে।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘কুরাঙ্গি’ নামে একটি বিশেষ অভিযান চালাচ্ছে, যার মাধ্যমে দেশে অবস্থানরত সকল অভিবাসীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে—অবৈধ অভিবাসন সমস্যা সমাধানের অংশ হিসেবে।

আমার বার্তা/এল/এমই