গ্লোবাল কোয়ালিশন ফর জাস্টিস আগামী বছর যোগ দেবে মালয়েশিয়ায়
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১১:৪৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

মালয়েশিয়া আগামী বছর জেনেভায় অনুষ্ঠিতব্য ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স) গ্লোবাল কোয়ালিশন ফর সোশ্যাল জাস্টিসে যোগ দেওয়ার পরিকল্পনা করছে।
মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম চি কিয়ং, মঙ্গলবার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত এক মধ্যাহ্নভোজ বৈঠকে আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট এফ. হুংবোর সঙ্গে আলোচনায় এই তথ্য জানান।
২০২৩ সালে আইএলওর উদ্যোগে গঠিত গ্লোবাল কোয়ালিশন ফর সোশ্যাল জাস্টিস বিশ্বব্যাপী সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও শ্রমিকদের অধিকার সুরক্ষায় সমন্বিত প্রচেষ্টাকে জোরদার করার লক্ষ্য নিয়ে কাজ করছে।
মালয়েশিয়ার এই পদক্ষেপ দেশের শ্রমিক অধিকার রক্ষা ও সামাজিক সুরক্ষা নেটওয়ার্ক সম্প্রসারণে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। একইসঙ্গে এটি জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিএস) অর্জনের দিকেও একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
বৈঠকে সরকারি, শ্রমিক ও নিয়োগকর্তা প্রতিনিধিদের পাশাপাশি মালয়েশিয়ান এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি দাতুক ড. সৈয়দ হুসেইন সৈয়দ হুসমান, মালয়েশিয়ান ট্রেডস ইউনিয়ন কংগ্রেসের সভাপতি দাতুক আবদুল হালিম মানসোর এবং পাবলিক সার্ভিস ইউনিয়নের ডেপুটি সেক্রেটারি-জেনারেল মোহাম্মদ জুল আসমানি মাহমুদ উপস্থিত ছিলেন। এছাড়াও কেসুমা আন্তর্জাতিক বিভাগের সচিব রাজা মোহদ নিযাম রাজা কামারুলবাহরিন বৈঠকে অংশ নেন।
এটি ছিল গিলবার্ট এফ. হুংবোর মালয়েশিয়ায় প্রথম সরকারি সফর, যেখানে আলোচনাটি উন্মুক্ত ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। মালয়েশিয়া ও আইএলওর সম্পর্ক বহুদিন ধরেই পারস্পরিক সহযোগিতা ও আস্থার ভিত্তিতে গড়ে উঠেছে।
মন্ত্রী জানান, গিলবার্ট এফ. হুংবো ২২ অক্টোবর মানবসম্পদ উন্নয়ন কর্পোরেশন আয়োজিত গ্লোবাল স্কিলস ফোরামে অংশ নেবেন। এই ফোরামটি দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মসংস্থানের দিকনির্দেশনা নিয়ে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
আমার বার্তা/এল/এমই