মালয়েশিয়ার রাজার কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১৩:০৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের কাছে পরিচয়পত্র পেশ করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের প্রায় চার মাসের মাথায় পরিচয়পত্র পেশ করলেন তিনি।

কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, মঙ্গলবার (২০ জানুয়ারি) কুয়ালালামপুরের জাতীয় প্রাসাদে (ইস্তানা নেগারা) মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের কাছে পরিচয়পত্র পেশ করেছেন হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী।

পেশাদার কূটনীতিক মঞ্জুরুল করিম খান চৌধুরী গত বছরের ৬ অক্টোবর হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি সাবেক হাইকমিশনার শামীম আহসানের স্থলাভিষিক্ত হন।

১৭তম বিসিএস (ফরেন অ্যাফেয়ার্স) ক্যাডারের কর্মকর্তা মঞ্জুরুল করিম ১৯৯৮ সালে কূটনৈতিক জীবনে প্রবেশ করেন। তিনি মিয়ানমার ও ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এ ছাড়া তিনি ইস্তাম্বুল, লন্ডন, রোম ও বন্দর সেরি বেগাওয়ান মিশনে দায়িত্ব পালন করেছেন।


আমার বার্তা জেএইচ