মুখের কথাকে যেভাবে আল্লাহর সন্তুষ্টি বা অসন্তুষ্টি তৈরি করে
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১৫:৩০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

মানুষের প্রত্যেকটি কথা লিপিবদ্ধ করা হয়। দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা তা রেকর্ড করে নেন। সে কোনো গুনাহের কথা বললে তাও লিপিবদ্ধ করা হয় এবং কোনো নেকির কথা বললে তাও লিপিবদ্ধ করা হয়।
পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ‘মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তার সঙ্গেই রয়েছে। (সূরা কাফ: ১৮)
এজন্য যেকোনো কথা বলার আগে ভেবেচিন্তে কথা বলা উচিত। হয়তো এমন কথা বলে ফেলছি যার কারণে আল্লাহ তায়ালা সন্তুষ্ট হচ্ছেন। আবার কখনো এমন কথা বলে ফেলছি যার কারণে তিনি অসন্তুষ্ট হচ্ছেন।
এক হাদিসে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সতর্ক করে বলেছেন, মুখের কথা খুবই বিপদজনক। এ বিষয়ে তিনি বলেছেন, ‘বান্দা অনেক সময় এমন কথা বলে যাতে সে গুরুত্ব দেয় না অথচ সে কথা আল্লাহকে সন্তুষ্ট করে। ফলে আল্লাহ তায়ালা এর দ্বারা তার মর্যাদা বৃদ্ধি করে দেন। পক্ষান্তরে, বান্দা অনেক সময় এমন কথাও বলে যাতে সে গুরুত্ব দেয় না অথচ সে কথা আল্লাহকে অসন্তুষ্ট করে। ফলে সে কথাই তাকে জাহান্নামে নিক্ষেপ করে।’ (সহিহ বুখারি, হাদিস : ৪৮৫)
কাজেই অত্যন্ত হিসাব করে, জেনে-বুঝে কথা বলতে হবে। মুখ আছে বলেই সব কথা বলা যাবে না। সর্বদা চেষ্টা করতে হবে উত্তম ও কল্যাণকর কথা বলার। যদি উত্তম কথা বলার উদ্দেশ্য বজায় রাখা সম্ভব না হয়, তবে চুপ থাকা ভালো এবং চুপ থাকাটাও একটি উত্তম কাজ। এ বিষয়ে হাদিসে বলা হয়েছে—
যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামত দিবসে বিশ্বাস রাখে, সে যেন উত্তম কথা বলে, নয়তো চুপ থাকে। (সহিহ বুখারি, হাদিস : ৪৮২)
অন্য হাদিসে হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা অবশ্যই সত্য কথা বলবে। কারণ সত্য সদ্গুণের দিকে এবং সদ্গুণ জান্নাতের পথে চালিত করে। যে সর্বদা সত্য কথা বলে এবং সত্যকে গুরুত্ব দেয়, আল্লাহর কাছে তার নাম সত্যবাদীদের খাতায় লিপিবদ্ধ করা হয়। মিথ্যা থেকে দূরে থাকো। কারণ মিথ্যা পাপের দিকে এবং পাপ জাহান্নামের আগুনের দিকে চালিত করে। যে অনবরত মিথ্যা বলে এবং মিথ্যা বলার ইচ্ছা রাখে, আল্লাহর নিকট তার নাম মিথ্যাবাদীদের খাতায় লিপিবদ্ধ করা হয়। (সহিহ মুসলিম, হাদিস : ৬৩০৯)
আমার বার্তা/এল/এমই