জনপ্রশাসন মন্ত্রণালয়ের কল্যাণে মন্ত্রীর কর্মতৎপরতা

প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ১৯:৩৬ | অনলাইন সংস্করণ

  কমল চৌধুরী:

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন : ফাইল ছবি

জনপ্রশাসন  মন্ত্রী ফরহাদ হোসেন বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সরকারকে শক্তিশালীকরণ-২য় পর্যায় (২য় সংশোধিত) এ  সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কল্যাণে গতিসঞ্চারে কাজ করে যাচ্ছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের আওতা বহির্ভূত মন্ত্রণালয়/বিভাগ ও এর আওতাধীন দপ্তর /অধিদপ্তর/পরিদপ্তর এর কর্মকর্তাদের পরিচয়পত্র প্রদান ছাড়া ও বিসিএস ক্যাডার/নন ক্যাডার/জৈষ্ঠ কর্মকর্তাদের নিয়োগ, পদোন্নতি এবং সকল মন্ত্রণালয়/বিভাগ/আওতাধীন দপ্তর/অধিদপ্তর/পরিদপ্তর সংস্থার রাজস্বখাতের শুণ্যপদ জরুরীভিত্তিতে পূরণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি  প্রদান করে। এ ছাড়া মন্ত্রণালয়/বিভাগ এবং আওতাধীন দপ্তর/পরিদপ্তরসমূহের ১১-২০ গ্রেডের পদে নিয়োগ/ পদোন্নতি/ টাইমস্কেল প্রদান করে।

উল্লেখ্য যে, ফরহাদ হোসেন ১৯৭২ সালের ৫ জুন মেহেরপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছহিউদ্দীন বিশ্বাস । তিনি ১৯৭০ সালে এম.এন.এ. (জাতীয় পরিষদের সদস্য) ছিলেন । এ ছাড়াও  তিনি ১৯৭৩ ও ১৯৮৬ সালে সংসদীয় আসন ৭৩ মেহেরপুর-১-এর সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন । তিনি ১৯৭৫ সালে বাকশাল ডিস্ট্রিক্ট গভর্নর নির্বাচিত হন । তিনি বৃহত্তর কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন । বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত রাজনৈতিক সহকর্মী মরহুম ছহিউদ্দীন বিশ্বাস মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসাবে স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন । তিনি মেহেরপুরের মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজক ও সংগঠক ছিলেন ।

ফরহাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষাতত্ত্বে এম. এ. ডিগ্রি লাভ করেন । তিনি ঢাকা সিটি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন । তিনি বাংলাদেশ আওয়ামী লীগ, মেহেরপুর জেলা শাখার সভাপতি । তিনি দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদের সংসদীয় আসন ৭৩ মেহেরপুর-১ (মেহেরপুর-মুজিবনগর)-এর নির্বাচিত সংসদ-সদস্য । তিনি একাদশ জাতীয় সংসদে দ্বিতীয় বারের মত নির্বাচিত হন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দশম জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মুদ্রাপাচার-সংক্রান্ত উপকমিটির সদস্য এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী সদস্য ছিলেন ।দ্বাদশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেন।
 

তাঁর স্থায়ী ঠিকানা: বাড়ি নং ২৭৮-০০, সড়ক নং ০/৩, মেইন রোড, বোসপাড়া, মেহেরপুর পৌরসভা, মেহেরপুর । বর্তমান ঠিকানা: ৩৯/এ বেইলি রোডস্থ মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট ৩নং ভবনের ৩য় তলা (পূর্বাংশ) । তাঁর সহধর্মিণী সৈয়দা মোনালিসা ইসলাম মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ও বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলামের ভাতিজি । তাঁরা সামিন ও মাহিন নামের দুই সন্তানের গর্বিত পিতা-মাতা । 

 

আমার বার্তা/কমল চৌধুরী/এমই