স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় ১৮ প্রকৌশলী নিয়োগ দিল ঢাকা ওয়াসা

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১২:১০ | অনলাইন সংস্করণ

  অনক আলী হোসেন শাহিদী

দীর্ঘ বছর পরে সর্ব্বোচ্চ স্বচ্ছতা ও ব্যাপক প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রথম শ্রেনীর (৯ম গ্রেড) ১৮ জন প্রকৌশলীকে নিয়োগ দিয়েছে ঢাকা ওয়াসা।  এর মধ্যে সহকারী প্রকৌশলী (সিভিল) ৬ জন, সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) ৫ জন, সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) ৫ জন, সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার (হার্ডওয়্যার) ১ জন ও সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার (নেটওয়ার্ক) ১জন।

ঢাকা ওয়াসার এই নিয়োগ কার্যক্রম সরেজমিন অনুসন্ধানে জানা যায়- বিগত ২০২৪ সালের ২১শে নভেম্বর দৈনিক মানব জমিন ও দৈনিক নিউ এজ এবং ২০২৪ সালের ২২ শে নভেম্বর দৈনিক প্রথম আলো ও দৈনিক ফিনানসিয়াল এক্সপ্রেস পত্রিকায়- ১২টি পদে ৬৮ জনকে নিয়োগ প্রদানের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরবর্তী পর্যায়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর স্বাধীন তত্ত্ববধানে চলতি ২০২৫ সালের ৪ জুলাই আবেদনকারী ২৫ হাজার পরীক্ষার্থীদের মধ্যে ২ সিফটে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রাথমিক পর্যায়ে সহকারী প্রকৌশলী (সিভিল, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল) ১৬টি পদের বিপরীতে ৬০৪২ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেয়। এই ৩ শ্রেনীর সহকারী প্রকৌশলীদের মধ্যে ৯৪ জন মৌখিক পরীক্ষায় অংশ গ্রহনের জন্যে উর্ত্তীন হয়। এ ছাড়া সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার- ১টি পদের বিপরীতে লিখিত পরীক্ষায় অংশ নেন- ২৩১ জন। মৌখিক পরীক্ষার জন্যে উর্ত্তীন হন ৬জন ও সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার- ১টি পদের বিপরীতে লিখিত পরীক্ষায় অংশ নেন ৩১৮ জন। এদের মধ্যে মৌখিক পরীক্ষায় উর্ত্তীন হন ৫ জন প্রার্থী । অনুসন্ধানে আরো জানা যায়- মোট ১০০ নম্বরের পরীক্ষায় ৭০ নম্বর লিখিত, ২০ নম্বর মৌখিক ও ১০ নম্বর একাডেমিক ফলাফলের নির্ধারিত হয়। একাডেমিক পরীক্ষার ক্ষেত্রে এস এস সি পরীক্ষায় ফলাফলের জন্যে ৩.০ এইচ এস সি পরীক্ষায় ফলাফলের জন্যে ৩.০ এবং বি এস সি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় ফলাফলের জন্যে ৪.০০ নম্বর নির্ধারন করা হয়। এ ক্ষেত্রে ৭০ নম্বরের লিখিত পরীক্ষায় ফলাফল প্রদানের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কে অনুরোধ জানায় ঢাকা ওয়াসা। বুয়েট কর্তৃক গৃহীত পরীক্ষায় ৪২ জন সহ সহকারী প্রকৌশলী (সিভিল), ২৬ জন সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল), ২৬ জন সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল), ৬ জন সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার (হার্ডওয়্যার) ও ৫ জন সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার (নেটওর্য়াক) উর্ত্তীন প্রাথীদের (শুধুমাত্র রোল নম্বর ও নাম ঠিকানা) ফলাফলের হার্ডকপি কঠোর গোপনীতার সাথে বিশেষ সিলগালা অবস্থায় ঢাকা ওয়াসায় প্রেরণ করেন। সেই প্রেক্ষিতে ঢাকা ওয়াসা বিগত ২৯ ও ৩০ সেপ্টেম্বর ৪২ জন সহকারী প্রকৌশলী সিভিল, ৩০ সেপ্টেম্বর সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল ২৬ জন, ৫ অক্টোবর সহকারী প্রকৌশলী মেকানিক্যাল ২৬ জন,  সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার (হার্ডওয়্যার) ৬ জন এবং সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার  (নেটওর্য়াক) ৫ জন- সর্বমোট ১০৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহন করে। মৌখিক পরীক্ষায় সাক্ষাৎকার বোর্ডে বুয়েট এর ২ জন গওঝঞ এর ১ জন অধ্যাপক নিযুক্ত হন। এ ছাড়া ঢাকা ওয়াসার উচ্চত্তর সিলেকশন বোর্ডের সদস্যসহ মোট ০৯ জন ব্যক্তিত্ব এই সাক্ষাৎকার বোর্ডে উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষা গ্রহন করেন। পরবর্তীতে সাক্ষাৎকার বোর্ডের দেয়া ভিন্ন ভিন্ন নম্বর এর সাথে উপস্থিত সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে বুয়েট কর্তৃক প্রেরিত লিখিত পরীক্ষার সিলগালা ফলাফল পত্র খোলা হয়। উক্ত প্রাপ্ত ফলাফলের সাথে মৌখিক পরীক্ষার ফলাফল যোগ করে মেধাক্রম অনুসারে ১৮ জন প্রথম শ্রেনীর (৯ম গ্রেড) নির্বাচিত প্রার্থীর ফলাফল ঘোষনা করা হয়। সম্পূর্ন স্বচ্ছ, নিরবিছিন্ন ও প্রতিযোগিতা মূলক পরীক্ষার মাধ্যমে এই ফলাফল ঘোষনা করা হয়। এ পরীক্ষা সর্ম্পকে অনেক মৌখিক পরীক্ষায় অংশ গ্রহনকারী প্রার্থীরা বলেছেন- “এমন স্বচ্ছ ও প্রতিযোগতামূলক পরীক্ষা অতীতে তারা কখনো দেখেননি”। পরীক্ষাথীরা অনেকে নির্বাচিত না হয়েও হাসি মুখে ফিরে গেছেন। এ প্রসঙ্গে পর্যবেক্ষন মহল বলছেন- “দীর্ঘ বছর পরে- ঢাকা ওয়াসা এ ধরনের নিয়োগ পরীক্ষার নিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করলো”। এ পসঙ্গে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহজাহান মিয়া বলেন- “দেশ গড়তে প্রয়োজন সৎ দক্ষ ও মেধাবী প্রকৌশলী। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেছি। ঢাকা ওয়াসার উন্নয়নে সংশ্লিষ্ট সকলের নিয়মতান্ত্রিক সহযোগিতা কামনা করছি”।

আমার বার্তা/জেএইচ