টেস্ট দলে ফিরলেন লিটন, নতুন মুখ নাহিদ রানা

প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ১৯:১২ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হতে না হতেই প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলে ১৫০ কিমি গতিতে বল করে আলোড়ন তোলা পেসার নাহিদ রানা প্রথমবারের মতো ডাক পেয়েছেন লাল বলের দলে।

এছাড়া সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষ টেস্ট সিরিজের দলে না থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে দলে ফিরেছেন লিটন দাস। সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন লিটন দাস।

নাহিদ রানা ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ। প্রথম শ্রেণীর ক্রিকেট ১৫ ম্যাচ খেলে ঝুলিতে পুরেছেন ৬৩ উইকেট। নাহিদকে দলে টানার বিষয়ে নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন, ‘রানা সম্ভাবনাময় একজন খেলোয়াড়। খুব সম্ভবত এই মুহূর্তে সে বাংলাদেশের সবচেয়ে গতিময় বোলার। যদিও সে মাত্রই শুরু করছে, তবে প্রথম শ্রেণীর ক্রিকেট ওর রেকর্ড ঈর্ষণীয়।’

এদিকে লিটন ফেরায় দলের ব্যাটিং শক্তি বৃদ্ধি পাবে বলেও মত এই নির্বাচকের, ‘আমাদের টেস্ট দল এখন স্থিতিশীল। লিটন ফেরায় আমাদের ব্যাটিংয়ের শক্তি বাড়বে, কারণ সে অভিজ্ঞ এবং তার সামর্থ্যে আমাদের আস্থা রয়েছে।’

আগামী ২২ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ মার্চ। দুই টেস্টের এই সিরিজ আইসিসির ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

প্রথম টেস্টের বাংলাদেশ দল :

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা ।


আমার বার্তা/এমই