মেসিকে গোল্ডেন বল দেওয়া হয়েছিল ভুল করে

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩, ১৯:৪৭ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক

২০১৪ বিশ্বকাপ হয়েছিল ব্রাজিলে। মেসির আর্জেন্টিনা সেবার ফাইনালে উঠেও পারেনি সোনার ট্রফি জিততে। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল জার্মানি। শিরোপা জিততে না পারলেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাব গোল্ডেন বল ঠিকই জিতেছিলেন লিওনেল মেসি।

সেই বিশ্বকাপের পর চলে গেছে দুটি বৈশ্বিক আসর। সর্বশেষ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা জিতেছে আরাধ্যের ট্রফি। তবে আট বছর পর ২০১৪ বিশ্বকাপে মেসির গোল্ডেন বল পাওয়াটাকে বিতর্কের মধ্যে ফেলে দিয়েছেন ফিফার সাবেক সভাপতি সেফ ব্লাটার। তার মতে, মেসিকে ভুল করে দেওয়া হয়েছিল সেই গোল্ডেন বল। মেসি যোগ্য ছিলেন না।

ব্লাটার বলেছেন, ‘মেসি গোল্ডেন বলের যোগ্য দাবিদার ছিল না। ভুলবশত ওকে সেই পুরস্কার দেওয়া হয়েছিল। সেটা একটা ভুল ছিল।’ 
অথচ সেই বিশ্বকাপে মেসির গোল ছিল ৪টি। অ্যাসিস্টও ছিল কয়েকটি। নির্দিষ্ট রীতি মেনেই মেসিকে দেওয়া হয়েছিল গোল্ডেন বল।

সে প্রসঙ্গে ব্লাটার এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি কি কূটনৈতিক উত্তর দেব না সত্যি কথা বলব? সত্যি বলতে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হিসেবে মেসির নাম ঘোষণা হওয়ায় কিছুটা অবাকই হয়েছিলাম। আমার মতে ওই সিদ্ধান্তটা সঠিক ছিল না।’

এবি/ জিয়া