ভারত–পাকিস্তান সংঘাতে আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত
প্রকাশ : ০৯ মে ২০২৫, ১৪:৩২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির প্রত্যক্ষ প্রভাব পড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। বৃহস্পতিবার (৮ মে) জম্মু ও পাঠানকোট অঞ্চলে ড্রোন হামলা চালায় পাকিস্তান। এতে সীমান্তের কাছাকাছি অবস্থিত ধর্মশালা স্টেডিয়ামে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়।
এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল আইপিএলের ১৭তম আসর। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'দেশে যখন যুদ্ধ চলে, তখন ক্রিকেট খেলা ভালো দেখায় না। আমরা জাতির পাশে দাঁড়াতে চাই। দেশ সবার আগে। খেলোয়াড়দের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্রিকেট দেশের ঊর্ধ্বে নয়।'
বৃহস্পতিবার (৮ মে) ধর্মশালা স্টেডিয়ামে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ ১০ ওভার ১ বল পর বন্ধ করে দেওয়া হয়। স্টেডিয়ামের ফ্ল্যাডলাইটগুলো বন্ধ হতে থাকে। এ সময় আম্পায়ার ও খেলোয়াড়রা দ্রুত মাঠ ছাড়েন। এর কিছু পর নিরাপত্তার স্বার্থে ম্যাচটিকে বাতিল করা হয় এবং দর্শকদের স্টেডিয়াম ছাড়ার অনুরোধ করেন আইপিএল চেয়ারম্যান আরুণ ধুমাল।
এ সময়ের ভয়ংকর অভিজ্ঞতা এক ভিডিওতে শেয়ার করেছেন বিদেশি এক চিয়ারলিডার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ওই চিয়ারলিডারের ভিডিও। তখন মাঠেই ছিলেন চিয়ারলিডার, আলোও কিছু ছিল। তার ভিডিও চলতে থাকা অবস্থাতেই মাঝপথে স্টেডিয়াম অন্ধকার হয়ে যায়।
ভিডিওর শুরুতে চিয়ারলিডারকে বলতে শোনা যায়, 'খেলার মাঝপথেই পুরো স্টেডিয়াম খালি করে দেওয়া হলো। ভয়ংকর একটা অভিজ্ঞতা এটা। সবাই চিৎকার করছিল, বোম আসছে। সত্যিই ভীষণ আতঙ্কের, ভাবলে গা শিউরে ওঠে।'
আমার বার্তা/জেএইচ