ভারত ছাড়ছেন বিদেশি ক্রিকেটাররা
প্রকাশ : ১০ মে ২০২৫, ১৭:৪১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

পাকিস্তান সঙ্গে উত্তেজনার মধ্যে গেল শুক্রবার এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত রাখার ঘোষণা দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে উত্তেজনা আরও বাড়ায় এক সপ্তাহ পর স্বাভাবিক পরিস্থিতিতে পুনরায় টুর্নামেন্ট শুরুর সম্ভাবনা নেই বললেই চলে।
বিসিসিআই প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছিল, দেশের নিরাপদ শহরগুলোকে (বেঙ্গালুরু, চেন্নাই এবং হায়দরাবাদ) বাকি ১৬ ম্যাচ আয়োজন করা হবে। তবে সেসব ভেন্যুতেও ঠিকমতো খেলা পরিচালনা করা যাবে কি না, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানতে পেরেছে, ভারত সরকারের অনুমোদন পেলে দেশের দক্ষিণ অঞ্চলের এই তিন শহরে টুর্নামেন্ট শুরু হতে পারে। যদিও বিসিসিআইয়ের পক্ষ থেকে সুনির্দিষ্ট দিন-তারিখ উল্লেখ করা হয়নি।
এদিকে আইপিএল স্থগিতের ঘোষণার সঙ্গে সঙ্গেই দলগুলো ছত্রভঙ্গ হতে শুরু করেছে। বিদেশি খেলোয়াড়রা তড়িঘড়ি করে নিজ নিজ দেশে ফেরার ফ্লাইট ধরছেন। আজ শনিবারের মধ্যে বেশিরভাগ বিদেশি খেলোয়াড় ভারত ছেড়ে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে ফ্র্যাঞ্চাইজিগুলো আশা করছে, মে মাসের শেষ দিকে যদি টুর্নামেন্টটি আবার শুরু হলে অধিকাংশ বিদেশি খেলোয়াড় ভারতে ফিরে আসবেন।আবার তারা এটাও স্বীকার করছে যে, টুর্নামেন্টের সময়সীমা পেরিয়ে গেলে খেলোয়াড়দের ফিরে আসার নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়।
কারণ অনেক খেলোয়াড়েরই তখন দ্বিপাক্ষিক সিরিজ ও ১১ জুন লর্ডসে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার কথা রয়েছে।
স্থগিতের আগ পর্যন্ত আইপিএলের চলতি আসরের ৫৭ ম্যাচ খেলা হয়েছে। ৫৮তম ম্যাচটি (৮ মে ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস) ইনিংসের মাঝেই বাতিল করা হয়। এই ম্যাচ পুনরায় আয়োজন করা হবে কি না, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি আইপিএল কর্তৃপক্ষ।
১২টি লিগ ও ৪টি প্লে-অফ নিয়ে এখনও মোট ১৬ ম্যাচ বাকি। পূর্বনির্ধারিত সূচি অনুসারে হায়দরাবাদে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর এবং কলকাতায় দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আমার বার্তা/এল/এমই