ক্লাব বিশ্বকাপের জন্য ফিফার বিশেষ উইন্ডো চালু, সুবিধা পাবে যারা

প্রকাশ : ২২ মে ২০২৫, ১২:০৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

আগামী ১৫ জুন যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে ক্লাব বিশ্বকাপের ২১তম আসর। এর আগে ক্লাবগুলোকে সুখবর দিয়েছে ফিফা। ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণকারী সকল দলের জন্য একটি বিশেষ ট্রান্সফার উইন্ডো চালু করতে যাচ্ছে ফিফা।

বুধবার (২১ মে) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা (ফিফা)। ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত চলবে এই ট্রান্সফার উইন্ডো। এএফপি

এক বিবৃতিতে ফিফা জানিয়েছে,  ক্লাব বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ২০টি অ্যাসোসিয়েশনের সকল ক্লাব ১ থেকে ১০ জুন পর্যন্ত একটি ব্যতিক্রমী নিবন্ধন উইন্ডো চালু করতে সম্মত হয়েছে, যাতে নতুন চুক্তিবদ্ধ খেলোয়াড়রা টুর্নামেন্টে অংশ নিতে পারে।

আরও জানানো হয়েছে, একটি অতিরিক্ত ইন-টুর্নামেন্ট ট্রান্সফার উইন্ডোও থাকবে, যা ২৭ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত খোলা থাকবে।

এই উইন্ডোর মূল উদ্দেশ্য হলো, যেসব খেলোয়াড়দের চুক্তি শেষ হতে যাচ্ছে, তারা যাতে টুর্নামেন্টে অংশ নিতে পারে। এতে করে ক্লাবগুলো টুর্নামেন্ট চলাকালীনও নতুন খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে ৩২টি দল অংশ নেবে। এই টুর্নামেন্ট ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে।


আমার বার্তা/জেএইচ