শাখাওয়াতকে ন্যাশনাল টিমসকে কমিটি থেকে অব্যাহতি দিয়েছে বাফুফে

প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১৬:৪১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরার পদত্যাগ চেয়েছিলেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য শাখাওয়াত হোসেন শাহীন। তাকে ন্যাশনাল টিমস কমিটি থেকে অব্যাহতি দিয়েছে বাফুফে।

শাখাওয়াত শুক্রবার (৪ জুলাই) বাফুফে সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালের স্বাক্ষরিত অব্যাহতির চিঠি পেয়েছেন। তবে সেখানে অব্যাহতির কোনো কারণ জানানো হয়নি।

চিঠিতে ন্যাশনাল টিমস কমিটি থেকে অব্যাহতির পাশাপাশি শাখাওয়াত নির্বাহী কমিটির সদস্য হিসেবে ফুটবল উন্নয়নে সম্পৃক্ত থাকবেন বলে জানানো হয়েছে। টিমস কমিটির কোনো সদস্যের মনোনয়ন বাতিল বা অব্যাহতির এখতিয়ার চেয়ারম্যানের রয়েছে।

শাখাওয়াত গত ১৪ জুন এক সংবাদ সম্মেলনে হাভিয়ের কাবরেরার বিদায় জানা। শাখাওয়াত বলেন, ‘ন্যাশনাল টিমস কমিটির সদস্য হিসেবে আমি কাবরেরার পদত্যাগ চাচ্ছি। তাকে কোচ (পদ) থেকে সরানো হলো আমার এজেন্ডা। এর বাইরে আমার কোনো এজেন্ডা নাই।’


আমার বার্তা/এল/এমই