জোতার মৃত্যু শোকের ছায়া নেমে এসেছে ফুটবল বিশ্বে
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১৭:০৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

পর্তুগাল ও লিভারপুল ফরোয়ার্ড ডিয়েগো জোতা ও তার ছোট ভাই আন্দ্রের অপ্রত্যাশিত মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবলবিশ্বে। শোকে কাতর জোতার জাতীয় দল সতীর্থ সৌদি ক্লাব আল-হিলালের ফুল-ব্যাক জোয়াও ক্যানসেলো এবং মিডফিল্ডার রুবেন নেভেস। দলটির কোচ সিমোন ইনজাগির কথায় উঠে এসেছে সেটি।
শুক্রবার ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে নামবে আল-হিলাল। তার আগে কোচ ইনজাগি বলেছেন, ক্লাব বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ফ্লুমিনেন্সের বিপক্ষে ম্যাচের আগে লিভারপুল ও পর্তুগাল ফরোয়ার্ড ডিয়েগো জোতার মৃত্যু তার দলের উপর প্রভাব ফেলেছে।
‘আমরা সবাই জানি এটা দুঃখজনক দিন, কারণ ডিয়েগো ও আন্দ্রের সাথে যা ঘটেছে তা খুবই দুর্ভাগ্যজনক। যা ঘটেছে এমনকিছু কখনোই ঘটার কথা ছিল না। আমরা জানি, আমাদের দলে দুজন পর্তুগীজ খেলোয়াড় আছে, রুবেন নেভেস এবং ক্যানসেলো, যারা ওদের খুব কাছের ছিল। দিনটা আমাদের সবার জন্যই কঠিন ছিল। আমরা সবকিছু করার চেষ্টা করেছি, তবে আবহ অন্যদিনের মতো ছিল না। এটা মর্মান্তিক ঘটনা।’
আল-হিলালের লেফট-ব্যাক মোতেব আল আলহারবি বলেছেন, ‘দল পর্তুগীজ দুই খেলোয়াড়কে মানসিকভাবে সমর্থন দেয়ার চেষ্টা করছে।’
সৌদি উইঙ্গার খালিদ আলঘান্নাম যোগ করেন, ‘তারা মানসিকভাবে সেরা অবস্থায় ছিল না, তবে বিশ্বাস করি তারা ম্যাচের প্রতি মনোযোগী থাকবে।’
বৃহস্পতিবার ভোরে ২৮ বর্ষী জোতা ও তার ছোট ভাই আন্দ্রের স্পেনের জামেরা প্রদেশে প্যালাসিওস ডি সানাব্রিয়া শহরের কাছে এ-৫২ হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় পড়েন। গাড়িতে আগুন ধরে যায়, দুজনেই ঘটনাস্থলে মারা যান।
আমার বার্তা/এল/এমই