কড়া গোপনীয়তা পালন হবে স্পেনিয়ার্ড বিস্ময়বালক ইয়ামাল এর জন্মদিন
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১৭:১৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

আগামী ১৩ জুলাই ১৮ বছর বয়সে পা রাখবেন স্পেনিয়ার্ড বিস্ময়বালক লামিন ইয়ামাল। বেশ কিছুদিন ধরে নানা কারণে মাঠের বাইরের বিষয় নিয়ে আলোচনায় বার্সেলোনার তারকা ফরোয়ার্ড। বয়সে দ্বিগুণ নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর খবর ভাসছে, যদিও অস্বীকার করেছেন উভয়পক্ষই। বাস্তবতায় জন্মদিন উদযাপনে বেশ গোপনীয়তার পথে হাঁটছেন ইয়ামাল, অতিথিদের দেয়া হয়েছে কিছু শর্তও।
প্রাপ্তবয়স্ক হওয়ার সময়টা ইয়ামালের জন্য বিশেষ কিছু হতে চলেছে। বেশ জাঁকজমকের সঙ্গে বিলাসবহুল স্থান, সঙ্গীত ও উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা রাখছেন ১৮ বছরে পা দেয়ার প্রাক্কালে। এখনও লামিনের জন্মদিন উদযাপনের স্থান প্রকাশিত না হলেও স্পেনের ইবিজায় হতে পারে, ধারণা করছে ইউরোপের গণমাধ্যমগুলো।
আলোচনায় আছে গণমাধ্যম ও ক্যামেরার চোখ এড়িয়ে অনুষ্ঠান করতে চান বার্সেলোনার তারকা। খুব সতর্কতার সঙ্গে ভিআইপি অতিথিদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। গোপনীয়তা রক্ষার্থে নির্ধারিত ভেন্যু জানানো হবে অনুষ্ঠানের দুয়েকদিন আগে।
তারকা খেলোয়াড় ও ভিআইপি অতিথিরা সেখানে উপস্থিত হবেন একটি কঠোর শর্তের মধ্যে। অনুষ্ঠানস্থলে কোন মোবাইল ফোন অনুমোদিত থাকবে না। অর্থাৎ, অতিথিরা ফোন বাইরে রেখে অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন। অনলাইনে যেকোনো ধরনের ভিডিও-ছবি যাতে ফাঁস না হয়, তা ঠেকাতে এ সিদ্ধান্ত।
আমার বার্তা/এল/এমই