২৫ বছর পর বেনফিকায় পুরনো ক্লাবে ফিরলেন হোসে মরিনহো
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ইউরোপিয়ান গণমাধ্যমের খবর, ২০২৭ পর্যন্ত পর্তুগিজ ক্লাবটির দায়িত্ব নিতে সম্মত হয়েছেন দ্য স্পেশাল ওয়ান। ২৫ বছর পর, পুরনো ক্লাবে ফিরছেন তিনি। অভিজ্ঞ এ কোচের সিদ্ধান্তে উচ্ছ্বসিত ক্লাবটির ভক্ত-সমর্থকরা।
ইউরোপ দাপিয়ে আবারও ঘরের ছেলে ফিরছেন ঘরে। বেনফিকার দায়িত্ব নেয়ার গুঞ্জনকে সত্যি করেই পর্তুগালে দ্য স্পেশাল ওয়ান খ্যাত হোসে মরিনহো। বার্সেলোনা থেকে চার্টার্ড ফ্লাইটে লিসবনে পৌঁছান ৬২ বছর বয়সি কোচ। যেখানে আগে থেকেই অপেক্ষা করছিলেন সাংবাদিকরা। বিমানবন্দরেই আবারও বেনফিকার দায়িত্ব নেয়ার বিষয়ে নিজের আগ্রহের কথা জানান মরিনহো।
পর্তুগিজ এই কোচ বলেন, 'একটি বিষয় আমি নিশ্চিত করে বলতে পারি, বিমানে ওঠার আগে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আমি আগ্রহী কি না। আমি বলেছি হ্যাঁ আমি আগ্রহী। বেনফিকায় কোচিংয়ের সম্ভাবনা সম্পর্কে যখন আমাকে বলা হয়েছিল আমি দ্বিতীয়বার ভাবিনি। বেনফিকার সঙ্গে কাজ করতে কোনো কোচই না বলবে না।'
বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও, শেষ পর্যন্ত দ্য ঈগলসের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছেন মরিনহো। ২০২৭ পর্যন্ত পর্তুগালের অন্যতম সফল ক্লাবের ডাগআউট সামলাবেন দ্য স্পেশাল ওয়ান।
তবে এবারই প্রথম নয়। ২৫ বছর আগে প্রথমবারের মতো বেনফিকা মূল দলের দায়িত্ব নিয়েছেলেন মরিনহো। মাত্র ১১ ম্যাচের দায়িত্ব পালনের পর, লেইরিয়া হয়ে পোর্তোতে গিয়ে পান পরিচিতি। ২০০৪ সালে পোর্তোকে এনে দেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। দায়িত্ব পালন করেছেন চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেডসহ শীর্ষ সব ক্লাবে। নাম লিখিয়েছেন বিশ্বের সেরা কোচের তালিকায়।
আগামী শনিবারই (২০ সেপ্টেম্বর) বেনফিকার ডাগআউটে দেখা যেতে পারে মরিনহোকে।
আমার বার্তা/এল/এমই