হংকংকে হারিয়ে জয়ী দলের আত্মবিশ্বাস পেতে চান হামজারা

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১৯:০০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে হামজা চৌধুরী। ছবি: বাফুফে

আগামী বৃহস্পতিবার এশিয়ান কাপ বাছাইয়ে ‍নিজেদের তৃতীয় ম্যাচে ঘরের মাঠে হংকং, চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে তৃতীয়বারের মতো নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে এসে পড়েছেন বাংলাদেশে ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরী। আজ জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের আগে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। এই ম্যাচটি জিতে আত্মবিশ্বাসী দলে পরিণত হওয়ার আকাঙ্খা ব্যক্ত করেন হামজা। 

হংকং, চীন ম্যাচ নিয়ে নিজের ভাবনা জানান হামজা, ‘তৃতীয়বারের মতো আমি দেশে আসলাম। কোচ এবং অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে আমার সম্পর্ক আগের চেয়ে গভীর হয়েছে। আমাদের ফুটবলাররা শেষ কয়েক সপ্তাহ ধরে কঠোর অনুশীলন করছে। পুরো আবহ খুব ভালো লাগছে। ইনশাল্লাহ বৃহস্পতিবার আমরা ম্যাচ জিতবো।’ 

বাংলাদেশের জয়ের সম্ভাবনা নিয়ে বলেন, ‘আমাদের জয়ের খুব ভালো সম্ভাবনা রয়েছে। আমার কোচের সঙ্গে কথা হয়েছে। শেষ যে কথা হয়েছে, তাতে উনি বলেছেন আমাদের বিশ্বাস রাখতে হবে। আমাদের প্রতিভা আছে, আমরা কঠোর অনুশীলন করছি, আমরা আক্রমণাত্মকও। আমাদের সবই আছে। এই ম্যাচটা জিতে নিজেদের প্রথম জয় আনতে পারলে আমরা আরও আত্মবিশ্বাসী দলে পরিণত হবো। তার পর সামনের দিকে এগোবো।’

লেস্টারের আর বাংলাদেশের জার্সিতে খেলার মধ্যে পার্থক্য কী জানতে চাওয়া হলে হামাজ বলেন, ‘(লেস্টার) সিটির জন্য খেলা আর বাংলাদেশের জন্য খেলা- দুটোতেই কিছু চাপের জায়গা আছে। ক্লাবের জন্য খেলার চাইতে দেশের হয়ে খেলতে গেয়ে জেতার চাপটা একটু বেশি থাকে। দুটোই তরুণ দল, কিন্তু অভিজ্ঞতার জায়গায় কিছুটা ফারাক আছে।’


আমার বার্তা/এমই