অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ : আর্জেন্টিনাকে কাঁদিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন মরক্কো

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১০:২১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

রোববার রাতে চিলির রাজধানী সান্তিয়াগোতে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে মরক্কো প্রথম আরব দেশ হিসেবে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতে নিয়েছে । প্রথমবারের মতো ফাইনালে উঠেই শিরোপা অর্জন করার কৃতিত্ব অর্জন করল দেশটি । 

১২তম মিনিটে মরক্কোর ইয়াসির জাবিরি ফ্রি-কিক দিয়ে গোল করে দলকে এগিয়ে নেন এবং ১৭ মিনিট পর কাছ থেকে শট নিয়ে মরক্কোর লিড দ্বিগুণ করেন।পুরো ম্যাচ জুড়েই শক্তিশালী মরক্কো আধিপত্য বজায় রাখে। 

ছয়টি শিরোপা জিতে রেকর্ডধারী আর্জেন্টিনা ১৯৮৩ সালে ব্রাজিলের কাছে পরাজিত হওয়ার পর দ্বিতীয়বারের মতো ফাইনালে হেরে যায়।

ম্যাচের পর মরক্কোর খেলোয়াড় ইয়াসির জাবিরি তার আনন্দ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন: "প্রথমত, আমরা এই অর্জন এবং এই শিরোপা জয়ের জন্য আল্লাহকে ধন্যবাদ জানাই। আমরা মহামান্য রাজা ষষ্ঠ মোহাম্মদ এবং এফআরএমএফ এর সভাপতিকে তাদের উপস্থিতি এবং সার্বিক সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই,ফাইনালের সময় এটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল।"

চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ঐতিহাসিক জয়ের পর মরক্কোর অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলকে এক আন্তরিক বার্তা পাঠিয়েছেন রাজা ষষ্ঠ মোহাম্মদ।

“আপনারা যেমন উৎসাহী ফুটবল ভক্তদের আনন্দিত করেছেন এবং আনন্দ দিয়েছেন, তেমনি আপনারা সমগ্র মরক্কোর জনগণকে আনন্দে ভরিয়ে দিয়েছেন,” রাজা ষষ্ঠ মোহাম্মদ তাঁর অভিনন্দন বার্তায় বলেন ।

রাজা আরও বলেন যে তিনি পুরো টুর্নামেন্ট জুড়েই মরক্কো ফুটবল দলের প্রতিটি ম্যাচ উপভোগ করেছেন এবং নিবিড় ভাবে পর্যবেক্ষণ করেছেন। এই ঐতিহাসিক অর্জনের জন্য মরক্কোর ফুটবল দলের প্রত্যেককে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।


আমার বার্তা/জেএইচ