ভারতের সতর্কবার্তার পর ট্রফি দিতে নতুন শর্ত জুড়ে দিলেন নাকভি

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১২:৫১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

এশিয়া কাপের ট্রফি নিয়ে টানাপোড়েন যেন শেষই হচ্ছে না। পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতলেও এখনও ট্রফি বুঝে পায়নি ভারত। সেই ট্রফি নাকি রাখা আছে দুবাইয়ে আইসিসির দপ্তরে। ভারতের দাবি, সেই ট্রফি বিসিসিআইয়ের দপ্তরে পাঠিয়ে দিতে হবে।

ট্রফি চেয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিকে ইমেইল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নাকভি এশীয় ক্রিকেট কাউন্সিলেরও প্রধান। তিনি জয়ী দলকে এশিয়া কাপের ট্রফি তুলে দেবেন বলেছিলেন। কিন্তু ভারত তার হাত থেকে ট্রফি নেবে না বলে জানিয়ে দেয়। নিজের সিদ্ধান্তে অনড় থাকেন নাকভিও। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত।

ভারতের চিঠির পরপরই এবার নতুন শর্ত জুড়ে দিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি। পাকিস্তানের সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে জানা গেছে, ‘নাকভি বিসিসিআইয়ের ইমেইলের জবাব দিয়েছেন। তিনি জানিয়েছেন, নভেম্বরের প্রথম সপ্তাহে দুবাইয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে ভারতের কোনো ক্রিকেটারের হাতে ট্রফি তুলে দিতে চান। সেই অনুষ্ঠানে ভারতের অন্তত একজন ক্রিকেটারের উপস্থিতি বিসিসিআইকে নিশ্চিত করতে বলেছেন এসিসি সভাপতি।’ 

ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে, নাকভির এই শর্তে রাজি নয় বিসিসিআই। নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার অবস্থানে অনড় বিসিসিআই কর্তারা। সে কথা নাকভিকে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন তারা। ফলে বিষয়টি নিষ্পত্তির জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইইসিসি) সভা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া পথ নেই আপাতত। 

বিসিসিআই ছাড়া শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ক্রিকেট বোর্ডও নাকভিকে ইমেইল করে ভারতকে ট্রফি হস্তান্তরের অনুরোধ করেন। নাকভিকে ইমেইল করেছিলেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা। কিন্তু এসিসি সভাপতি ভারতে ট্রফি পাঠাতে রাজি নন।


আমার বার্তা/জেএইচ