টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন জাকের

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১৭:৪৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টিতে এসে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতা বেশ ভুগিয়েছে টাইগারদের। তবে ঘুরে দাঁড়াতে মরিয়া লিটন দাসরা। সিরিজে টিকে থাকতে আজ জয়ের বিকল্প নেই স্বাগতিকদের। অন্যদিকে এই ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে ওয়েস্ট ইন্ডিজ।

চট্টগ্রামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায়।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দলে জায়গা হারিয়েছেন নুরুল হাসান সোহান। তার জায়গায় ফিরেছেন জাকের আলি।

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : শাই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, রোস্টন চেইস, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, খ‍্যারি পিয়ের, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।


আমার বার্তা/এমই