ঈদের আগে এই সপ্তাহটা কেমন কাটবে

প্রকাশ : ২৫ মে ২০২৫, ১৪:৩১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

মেষ / এরিস (মার্চ ২১-এপ্রিল ২০): সপ্তাহটায় ব্যবসায়িক পরিমণ্ডল ও চাকরীস্থানে আপনার কর্মক্ষমতা বাড়বে। নিকট সহকর্মীর মাধ্যমে উপকৃত হবেন। আপনার নেওয়া পদক্ষেপে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। সুযোগ আসতে পারে বিদেশ থেকেও। সুপ্ত অভিলাষা সফল হওয়ার যোগ দেখা যাচ্ছে। বাড়তি কোনও আয় হতে পারে। তবে কর্মস্থলে নিজের মত প্রকাশ না করাই ভালো হবে। দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। শিক্ষার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে। বাতজাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে। দাম্পত্যে ছোটখাটো গোলযোগ থাকবে।

বৃষ/ টরাস (এপ্রিল ২১-মে ২১): নিজের প্রতি বিশ্বাস রাখলে জটিল সমস্যার সমাধান হবে। কঠিন পরিস্থিতির মধ্যে অবিচল লড়াই করে সফলতা পাবেন। সপ্তাহটায় কর্মে সাফল্য লাভের যোগ আছে। সামাজিক ক্ষেত্রে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। তবে বাসার সদস্যদের সতর্ক থাকতে হবে, চুরির ভয় রয়েছে। সপ্তাহটায় আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয়, সে দিকে যাবেন না। বর্তমান পরিস্থিতিতে প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন। পরিবারে কারো কাছ থেকে কোনও সুখবর আসতে পারে। শিক্ষার্থীদের সুফল পেতে গেলে ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। পরিবারের সকলে মিলে ভ্রমণ হতে পারে। বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে। ভাল কোনও কাজের জন্য সুনাম বাড়তে পারে।

মিথুন / জেমিনি (মে ২২-জুন ২১): আপনার নিষ্ঠা, সততা সকলকে প্রভাবিত করবে। সপ্তাটায় বাণিজ্যে ক্ষেত্রে সুনাম লাভের যোগ আছে। নতুন যোগাযোগ হতে পারে। অভিভাবকদের শরীর নিয়ে চিন্তা থাকবে। অগ্রজসম কোনও ব্যক্তির থেকে সুখবর দিতে পারে। ব্যবসাজনিত কাজে উন্নতির যোগ। রয়েছে। সন্তানের কাজে গর্ববোধ করতে পারেন। পেটের সমস্যায় ভোগান্তি। হাঁটাচলায় সমস্যা দেখা দিতে পারে। ধর্মীয় বিষয়ে মনোযোগ বাড়বে। যারে জেরে শত্রুরা ক্ষতি করতে ব্যর্থ হবে। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে। সময়টায় বাড়তি খরচ হবে। আদি বাসায় ধর্মীয় কাজে যোগ দিতে মন উৎসুক হয়ে উঠবে। পথে কোনও বিভ্রাটে পড়তে পারেন।

কর্কট/ ক্যান্সার (জুন ২২-জুলাই ২৩): পরিস্থিতিকে কাজে লাগাতে পারলে ভালো ফল পাবেন। প্রভাবশালী ব্যক্তির দ্বারা সাহায্য পাওয়ার যোগ রয়েছে। সপ্তাহটায় ব্যবসায়ে বিশেষ সুযোগ আসতে পারে। নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি হতে পারে। তবে কর্মস্থানে সহকর্মীদের বিরোধিতা থেকে সাবধান থাকুন। সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর নাও থাকতে পারে। ভিটামিনের অভাবে শরীরে রোগ সৃষ্টি হতে পারে। ভ্রমণের যোগ রয়েছে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসবে। শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো নয়। স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে। অতিরিক্ত ক্রোধ আপনার কাজে ব্যাঘাত ঘটাতে পারে। শারীরিক কষ্টের জন্য কাজের ক্ষতি হতে পারে।

সিংহ/ লিও (জুলাই ২৪-আগস্ট ২৩): মিষ্টভাষী শত্রুদের চক্রান্তে ব্যবসায় নাজেহাল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ করতে পারবেন। তবে কর্মস্থানে আপনার সফল হওয়ার যোগ আছে। কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। প্রেম নিয়ে পরিবারের সঙ্গে মতবিরোধ তৈরি হতে পারে। পথে আঘাত লাগার যোগ রয়েছে। নিকট আত্মীয়র সঙ্গে কোনও বিশেষ বিষয় নিয়ে দূরত্ব তৈরি হতে পারে। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। পেটের সমস্যা বাড়তে পারে। সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও তা মিটে যাবে। সপ্তাহটায় উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি বজায় থাকবে। তবে অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানকে নিয়ে চিন্তা বাড়তে পারে। নিজের সমস্যার কথা এখনই কাউকে না বলাই ভাল। সুগারের সমস্যায় ভোগান্তি হতে পারে। বাসায় অতিথি আগমনের বার্তা পাবেন।

কন্যা/ ভার্গ (আগস্ট ২৪-সেপ্টেম্বর ২৩): বেশি মাত্রায় দুশ্চিন্তা করলে সমাধানের বদলে কর্মে জটিলতা বাড়বে। কোনও জটিল সিদ্ধান্ত গ্রহণের জন্য সপ্তাহটা শ্রেয় নয়। এখনই ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়। মাথা গরম করার ফলে হাতে থাকা কাজ ভেস্তে যাবে। বর্তমান পরিস্থিতি বুঝে মন্তব্য করুন। না হলে হিতে বিপরীত হতে পারে। সপ্তাহটায় অক্লান্ত পরিশ্রম করলেও, আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। ধর্মীয় উৎসবের কারণে সপরিবারে, নিকট পরিবারের সাথে মিলিত হবেন। ভ্রমণের যোগ রয়েছে। অভিভাবকদের শরীর নিয়ে চিন্তা থাকবে। দাম্পত্য জীবন সুখেই কাটবে। সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। প্রেমে অশান্তি হতে পারে। পিঠে ব্যথার সমস্যা থাকবে।

তুলা/ লিব্রা (সেপ্টেম্বর ২৪-অক্টোবর ২৩): উত্তেজিত হওয়ার কারণে ভুল সিদ্ধান্ত নিতে পারেন। এর ফলে বিতর্ক তৈরি হতে পারে। সপ্তাহটায় সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে, সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। ব্যবসা গতানুগতিক ভাবেই চলবে। কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন। পারিবারিক সম্পত্তি সমস্যা নিয়ে অভিভাবকদের সাথে আলোচনা হতে পারে। মা-বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাঁধতে পারে। ভাই বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন। মা-বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন। ধর্মীয় উৎসবের আয়োজনে আনন্দ লাভ। অধিক ব্যয় করার যোগ দেখা যাচ্ছে। ভ্রমণে অযথা হয়রানি হতে পারে। শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে। দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। সন্তানের চাকরিপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে।

বৃশ্চিক/ স্করপিও (অক্টোবর ২৪-নভেম্বর ২২): অভিজ্ঞতার অভাবে আপনি ব্যবসায়িক ক্ষতির মুখোমুখি হতে পারেন। তবে কারও কাছ থেকে ব্যবসায়ে উপকার পাবেন। সন্তানের শিক্ষা নিয়ে ব্যস্ত থাকবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগ রয়েছে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার যোগ আছে। সহকর্মীদের সাথে খুব বুঝে কথা বলুন। কোনও উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন। কোনও নিয়ম লঙ্ঘন করার জন্য বিপদে পড়তে হতে পারে। হঠাৎ কোনও আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। বর্তমান পরিস্থিতিতে কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভালো হবে। খুব বুঝে না চললে অতিরিক্ত অর্থব্যয় হবে। বাড়ির সকলকে নিয়ে আদি বাসায় ভ্রমণ হতে পারে। বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু সাবধান। রক্তপাত থেকে সাবধান থাকুন।

ধনু / স্যাজিটেরিয়াস (নভেম্বর ২৩-ডিসেম্বর ২১): নিজের স্বার্থ রক্ষা করে চলার চেষ্টা করুন। আপনার সুনাম ব্যবহার করে পরিকল্পিত উপায়ে আপনার ক্ষতির চেষ্টা হতে পারে। বিশেষ ক্ষেত্রে উদ্দেশ্যমূলক ভাবে আপনাকে গুরুত্ব না দেওয়া হতে পারে। কোনও ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে। অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন। কোনও অসৎ লোকের জন্য আপনার বদনাম হতে পারে। শত্রুরা আপনাকে অপদস্থ করতে পারে। সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি। কারও সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে। কর্মস্থানে কোনও দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে। ধর্মীয় আয়োজনে আনন্দ লাভ। কুচিন্তার কারণে মনঃকষ্ট। কোনও ক্ষত থেকে কষ্ট বাড়তে পারে। সকলকে নিয়ে পরিবারের সাথে একত্র হতে চলেছেন।

মকর/ ক্যাপ্রিকন (ডিসেম্বর ২২-জানুয়ারি ২০): উপস্থিত বুদ্ধির মাধ্যমে কোনোরকমে সম্মান রক্ষা করতে পারবেন। অভিভাবকের বুদ্ধিতে কর্মস্থানে সমস্যার সমাধান হবে। স্নেহভাজনদের ব্যবহারে হতাশ হতে পারেন। প্রেমের ক্ষেত্রে কিছুটা সতর্ক হতে হবে। কারও কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে। সপ্তাহটায় সামাজিক সুনাম বা প্রতিপত্তি বিস্তারের যোগ রয়েছে। কোনও হারানো জিনিস ফিরে পেতে পারেন। খুব কাছের বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন। আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে। কোনও জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন। কোমরের নিচের অংশে যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসার চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ। পুরোনো কোনও আশা নষ্ট হতে পারে।

কুম্ভ / অ্যাকুইরিয়াস (জানুয়ারি ২১-ফেব্রুয়ারি ১৯): পরিবারের সাথে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা থাকলেও, নাও হতে পারেন। আবেগ নির্ভর সিদ্ধান্তের ফলে গোটা পরিবারের ক্ষতির সম্ভাবনা আছে। পরিবারে পরিষ্কার কথা বলার ফলে সমালোচিত হতে পারেন। মানসিক কষ্ট পাওয়ার যোগ দেখা যাচ্ছে। মনের মানুষের কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে। সপ্তাহটায় আপনাকে অবাক করে দেওয়া কোনও সুখবর আসতে পারে। চলতি সময়টায় কাউকে টাকা ধার দেবেন না। অতিরিক্ত ক্রোধের ফলে অশান্তির যোগ রয়েছে। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ নাও হতে পারেন। ধর্মীয় আয়োজনে ব্যয় বাড়বে। গরীব মানুষের জন্য কিছু করতে পেরে আনন্দ-শান্তি পাবেন। ব্যবসায় সুখবর আসতে পারে। নিজের বা মনের মানুষের শারীরিক সমস্যা চিন্তা বাড়তে পারে।

মীন/ পিসেস (ফেব্রুয়ারি ২০-মার্চ ২০): সপ্তাহটায় আপনার উন্নতির যোগ রয়েছে। আর্থিক পাওনা ফেরত পেতে পারেন। তবে সম্পূর্ণ ন্যায্য পাওনা আদায় না হওয়ায় নৈরাশ্য বাড়বে। পারিবারিক সমস্যা কিছুটা কমবে। ক্ষমতার তুলনায় অধিক অর্থ ব্যয় করতে পারেন বা লাগাম ছাড়া আশায় অর্থব্যয় হতে পারে। বর্তমান সময়টায় কোনও ধরনের ঝামেলার মধ্যে না যাওয়াই শ্রেয়। অপরের উপকার করতে গিয়ে বিপদ ঘটতে পারে। মামলা-মোকদ্দমা হওয়ার যোগ রয়েছে। গাড়ি বা বাড়ি -সম্পত্তি নিয়ে পরিকল্পনা করতে পারেন। কোনও কাজের জন্য পরিবারের কাছে সুনাম পাবেন। ক্রয়-বিক্রয়ের কাজে লাভ নাও হতে পারে। মনের মানুষের কাছ থেকে ভালবাসা পাবেন। পরিবারে সাথে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা বাড়বে।


আমার বার্তা/এল/এমই