বিশ্বসাহিত্য কেন্দ্রে প্রকাশিত হলো আলমগীর তৈমূরের ‘নজ্জুমি কিতাব’

প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১২:৫৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো বিবলিওফাইল প্রকাশনীর আয়োজনে ‘নজ্জুমি কিতাব’-এর প্রকাশনা উৎসব। অতিপ্রাকৃত ঘরানার এই বইটি লিখেছেন অধ্যাপক মুহম্মদ আলমগীর তৈমূর।

রোববার (১৩ জুলাই)  প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন লেখক এস. এম. নিয়াজ মাওলা।

বইটির পটভূমি গড়ে উঠেছে রহস্যময় এক প্রাচীন কিতাব আল আজিফ বা নেক্রোনমিকন-কে ঘিরে, যা অনেকের কাছে কেবলই একটি মিথ, আবার কারও কাছে মৃত্যুর চিঠি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিবলিওফাইলের প্রকাশক মো. সাব্বির হোসেন, আজব প্রকাশের প্রকাশক জয় শাহরিয়ার, গীতিকবি সাকী আহমদ, লেখক ও অভিনেত্রী, শানারেই দেবী শানু, লেখক তৌফির হাসান উর রাকিব, কবি মাহবুব জামিল পুলক প্রমুখ।

‘নজ্জুমি কিতাব’ একধরনের ইনফো-ফিকশন, যেখানে ঐতিহাসিক উপাদানের সঙ্গে মিশেছে অতিপ্রাকৃত রহস্য ও জীবন-মরণ দ্বন্দ্ব। লেখকের ভাষায়, 'আল হযরতের লেখা এই কিতাব লিখতে গিয়ে তাকে বারবার বাজি ধরতে হয়েছে নিজের জীবন নিয়ে।'

বিবলিওফাইল প্রকাশনার প্রকাশক মো. সাব্বির হোসেন জানান, 'বাংলাদেশি পাঠকদের মধ্যে অতিপ্রাকৃত, ইনফো-ফিকশন ও ইতিহাসঘেঁষা থ্রিলার বইয়ের প্রতি আগ্রহ বাড়ছে। ‘নজ্জুমি কিতাব’ এই ধারা আরও জনপ্রিয় করবে বলেই আমাদের বিশ্বাস।'


আমার বার্তা/এল/এমই