বজ্রবৃষ্টির আভাস আবহাওয়া অফিসের, সতর্কতামূলক পরামর্শ

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ১৪:৩৬ | অনলাইন সংস্করণ

  আলিমা আফরোজ লিমা

আজ চার ঘণ্টার মধ্যে দেশের ৩৪ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।দুপুর ১২টা থেকে পরবর্তী সময়ে বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হকের সই করা বজ্রপাতের সতর্কতাজনিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী চার ঘণ্টার মধ্যে নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, রাজশাহী, নাটোর, পাবনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজবাড়ী, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, চট্টগ্রাম, টাঙ্গাইল, নেত্রকোনা, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

এসময়ে যা করবেন :

বজ্রপাত হলে ঘর থেকে যথা সম্ভব বের হবেন না।
ইলেক্ট্রিক ওয়্যার, জানালা ও দরজা বন্ধ রাখুন
নিরাপদ জায়গায় আশ্রয় নিন
গাছের নিচে দাড়াবেন না
কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং
কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না
বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসের প্লাগ খুলে দিন
জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন
শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।

আমার বার্তা/এল/এমই