রাজশাহী জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোকে বাড়ি প্রদান করা হবে। মোট ৮৫৪টি পরিবারকে দেওয়া হবে স্থায়ী নিবাস। সারা দেশের মতো রাজশাহীতেও রোববার সকালে বাড়ি হস্তান্তরের আনুষ্ঠানিক আয়োজন করা হয়েছে।
রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) আবদুল জলিল শনিবার দুপুরে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, রাজশাহীর নয়টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর মাঝে ৮৫৪টি বাড়ি হস্তান্তর করা হবে। সারা দেশের মতো রাজশাহীতেও রোববার সকালে একযোগে বাড়ি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রত্যেকটি উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে এ অনুষ্ঠান স্থানীয় উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক বলেন, প্রত্যেকটি বাড়ি নির্মাণে ১ লাখ ৯০ হাজার টাকা ব্যয় হচ্ছে। কোনো ঠিকাদার ছাড়া স্থানীয় প্রশাসনের উদ্যোগে বাড়িগুলো নির্মাণ করা হয়েছে। রাজশাহীতে ৮৫৪টি বাড়ি নির্মাণে ব্যয় হয়েছে ১৬ কোটি ২২ লাখ ৬০ হাজার টাকা।
জেলা প্রশাসক ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ রাজশাহীর উপ-পরিচালক শাহানা আখতার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমিনুল হক।
আমার বার্তা/এসএ