রাজউকে নকশা-নোটিশের আড়ালে দুর্নীতি: কোটি টাকার মিশনে ইমারত পরিদর্শক বিটু
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোন-৭ এ গড়ে উঠেছে দুর্নীতির জটিল গোলকধাঁধা। এখানে ‘ইমারত পরিদর্শন’ নামক প্রক্রিয়াটি এখন যেন নৈতিকতা নয়, বরং লোভের স্থাপত্যে রূপ নিয়েছে। এই অবক্ষয়ের মূলে যার নাম সবচেয়ে জোরে উচ্চারিত হচ্ছে, তিনি হলেন ইমারত পরিদর্শক বিটু কুমার