ঊষার দুয়ার
নব-নবীনের কন্ঠে জ্বয়ধণী,
ঊষার দুয়ারে মুক্তি সংগ্রামের বাণী।
পুরোনো জীর্ণ জড়া আর নয়,
নূতনের হোক জ্বয়,
আঁধার কেটে ধরা আলোময় ,
কেটেছে বাঁধন ভয়।
বিশ্রী হুংকার, গর্জন, দম্ভ রেখে,
হৃদয়ে স্বাধীনতার ফুল এঁকে।
তারুণ্যের বর্জ শক্তি সমাহার থেকে
রাঙাও মন লাল সবুজের রং মেখে।
প্রভাতের সূর্য ডেকে বলে যায়,
দেশকে ভালোবাসো