পানিতে হলুদ মেশানোর ট্রেন্ড শুরু হলো যেভাবে
‘টিংকারবেল টারমারিক ট্রেন্ড’ বলতে যা বোঝানো হচ্ছে, সেটা মূলত একটা ভিজ্যুয়াল এফেক্ট ভিত্তিক টিকটক/রিল ট্রেন্ড। যেখানে, অন্ধকার ঘরে ফ্ল্যাশলাইট অন করে স্বচ্ছ গ্লাসে পানি নিয়ে গুঁড়া হলুদ ধীরে ধীরে মেশানো হয়। আর ব্যাকগ্রাউন্ডে বাজে শাহরুখ খানের গান ‘ম্যায় আগার কাহু’