বরিশাল নদীবন্দরে (লঞ্চঘাটে) ঢোকার টিকিট কাউন্টারে ভাড়া নিয়ে আবারও যাত্রী হেনস্থার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এরই মধ্যে ভুক্তভোগী এক নারী বরিশাল কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগকারী মোসা. সুফিয়া আক্তার বরিশাল শহরের লুৎফর রহমান সড়কের বাসিন্দা মেহেদী হাসানের স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে ভাই ইউসুফকে নিয়ে ওই নারী তার বোনদের লঞ্চে উঠিয়ে দিতে বরিশাল নদী বন্দরে যান। এ সময় ১নং লঞ্চঘাট টিকিট কাউন্টারের লোকজন অতিরিক্ত ভাড়া চেয়ে তাদের সঙ্গে তর্ক-বিতর্ক শুরু করেন এবং ইউসুফকে মারধর করেন। তখন এর প্রতিবাদ করেন সুফিয়া আক্তার। পাশাপাশি স্বামীকেও বিষয়টি জানান।
খবর পেয়ে স্বামী মেহেদী হাসান ঘটনাস্থলে আসলে লেলিন ও রফিকসহ ঘাটের ৪ ব্যক্তি তাকেও জামার কলার ধরে লাঞ্ছিত করে। মেহেদী হাসান জানান, থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে তারা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম গতকাল মঙ্গলবার সকালে জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।