নিত্যপণ্যের মূল্য কমানোসহ শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছ। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার ব্যানারে গতকাল সোমবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা বাসদ সদস্য ও জেলা শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মানিক হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর ছাত্রফ্রন্ট সদস্য লামিয়া সায়মন, মহানগর ছাত্রফ্রন্টের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন সিকদার এবং জেলা শ্রমিক ফ্রন্টের সহসভাপতি গোলাম রসুলসহ অন্যরা।