রাজধানীর শাহাজাহানপুর এলাকা থেকে গতকাল মঙ্গলবার গাঁজাসহ মাদকবিক্রেতা মো. শহিদুল ইসলাম ইমন ও মো. রানা মিয়াকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ। এর আগে, গত সোমবার কমলাপুর পোস্ট অফিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা ধানমন্ডি জোনাল টিম।
রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী বলেন, দু’জন বিক্রেতা শাহজাহানপুর থানার কমলাপুর পোস্ট অফিসের সামনে মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে, এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ১০ কেজি গাঁজাসহ শহিদুল ও রানাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, শাহাজাহানপুর থানায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।