রাজধানীর শাহবাগ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে মিন্টু মিয়া ওরফে বিদ্যুৎ, মো. মাসুদ, তাজুল ইসলাম মামুন, মো. সবুজ ও মো. জীবনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের লালবাগ বিভাগ।
গত শুক্রবার শাহবাগ থানাধীন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৩টি স্টিলের ফোল্ডিং চাকু জব্দ করা হয়েছে।
গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান জানান, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের গেটের পশ্চিম পাশে পাবলিক টয়লেটের সামনে কতিপয় লোক ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মিন্টু, মাসুদ, তাজুল, সবুজ ও জীবনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।