রাজধানীর মতিঝিল এলাকা থেকে গতকাল মঙ্গলবার সাত হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা মো. মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের সহকারী পুলিশ কমিশনার মান্না দে বলেন, কতিপয় মাদকবিক্রেতা আরামবাগের ক্যাফে মারলিন রেস্তোরাঁর সামনে ইয়াবা বিক্রি করছিলেন। সেখানে অভিযান চালিয়ে সাত হাজার ৮০০ পিস ইয়াবাসহ মোস্তাফিজুরকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার মোস্তাফিজুর দেশের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তার বিরুদ্ধে মতিঝিল থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।