রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী শাকিল হোসেন (২০), পেয়ারুল হোসেন (১৯), ফরিদ হোসেন (২২) ও ইমন (১৯)কে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকের সময় তাদের কাছ থেকে ১টি সুইজ গিয়ার চাকু, ২টি চাকু, ১টি এন্টিকাটার ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনামুল কবীর শোয়েব জানান, আটকরা বেশ কিছুদিন ধরে কামরাঙ্গীরচরসহ ঢাকার বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইলসহ মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।