রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক কারবারি মো. হাফিজুল শেখ ও মো. রিংকু শেখকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে মতিঝিল বিভাগের মতিঝিল জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার মো. আফসার উদ্দিন খাঁন জানান, সোমবার গভীর রাতে মতিঝিল থানার উত্তর কমলাপুরের আসল সামিয়া রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতার আসামীদের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।