কামরাঙ্গীরচরের খোলামোড়া এলাকায় বুড়িগঙ্গা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে হৃদয় (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় শরীয়তপুরের নড়িয়া উপজেলার চন্দ্রীপুর গ্রামের সোহেল হোসেনের ছেলে। তিনি কামরাঙ্গীরচর ঝাউলাহাটি চৌরাস্তা এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন এবং কোম্পানীঘাট এলাকায় ম্যাটাডোর কোম্পানীতে চাকরি করতেন।
নিহতের বন্ধু ইব্রাহিম জানায়, হৃদয় বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।