চট্টগ্রামের যুগ্ম মহানগর দায়রা জজ মো. জহির উদ্দিনের ওপর গত ৯ ডিসেম্বর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ এবং সারাদেশের ৬৪ জেলার জেলা জজ ও জেলা জজ পর্যায়ের অন্যান্য কর্মকর্তা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণের ভার্চুয়াল উপস্থিতিতে ১০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় এক বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রামের যুগ্ম মহানগর দায়রা জজ মো. জহির উদ্দিনের ওপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন পক্ষ থেকে তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করা হয়। এসময় আহত বিচারকের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। দোষীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দাবিসহ দ্রæততম সময়ের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন তারা। বিচারকগণ রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঝুঁকিপূর্ণ ও সংবেদনশীল দায়িত্ব পালন করেন বিধায় অগ্রাধিকার ভিত্তিতে তাদের সার্বিক নিরাপত্তার বিধান করা অত্যন্ত জরুরি। এ বিষয়ে আশু পদক্ষেপ গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি পেশ করাসহ পত্র প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও ঢাকার জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী এবং মহাসচিব আইন ও বিচার বিভাগে যুগ্ম সচিব (প্রশাসন-১) বিকাশ কুমার সাহা উক্ত সভায় উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।
আমার বার্তা/১২ ডিসেম্বর ২০২০/জহির