রাজধানীর গাবতলীতে ৯৪০ বোতল ফেনসিডিলসহ মো. রুবেল প্রামানিক (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৭ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি চৌকস দল দারুস সালাম থানাধীন বড়বাগস্থ ঢাকা-আরিচা মহাসড়কে অভিযান পরিচালনা করে কাভার্ডভ্যানের ভেতরে অভিনব কৌশলে বহনকৃত ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে।
র্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, গ্রেফতার রুবেল দীর্ঘ দিন ধরে সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল সংগ্রহ করে অভিনব কৌশলে কাভার্ডভ্যানের মাধ্যমে বহন করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমার বার্তা/০৮ অক্টোবর ২০২০/নবীন হক