লেনদেনের চাপ সামলাতে দিনের মোট সাড়ে ৪ ঘণ্টার লেনদেনের মধ্যে বিনিয়োগকারীরা পৌনে ৪ ঘণ্টা মোবাইল অ্যাপে লেনদেনের সুযোগ দেয়া হবে বলে জানিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। অর্থাৎ সকাল সোয়া ১০ টাকা থেকে বেলা ২টা পর্যন্ত বিনিয়োগকারীরা মোবাইল অ্যাপে লেনদেনের সুযোগ পাবেন।
সোমবার (১১ জানুয়ারি) থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। রোববার ডিএসই সূত্রে এই তথ্য জানানো হয়েছে।
জানা যায়, আগামীকাল থেকে সকালে লেনদেন শুরু প্রথম ১৫ মিনিট এবং শেষ ৩০ মিনিট মোবাইল অ্যাপে লেনদেন বন্ধ থাকবে। উক্ত ৪৫ মিনিটে বিনিয়োগকারীরা মোবাইল অ্যাপসে কোন প্রকার লেনদেন করতে পারবেন না।
সম্প্রতিক সময়ে দেশের প্রধান শেয়ারবাজার অতীতের লেনদেনের রেকর্ড ভেঙেছে। বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহের কারণে গত সপ্তাহ শেষে দৈনিক গড় লেনদেন পৌঁছে গেছে প্রায় ২ হাজার কোটি টাকায়। এছাড়াও প্রতিদিনই নতুন নতুন বিনিয়োগকারী যুক্ত হওয়ায় ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ কারণে গত মঙ্গলবার ডিএসইর লেনদেনে বিঘ্ন ঘটে। বর্তমানে সংস্থাটির মোবাইল অ্যাপের প্রতি সেকেন্ডে একসঙ্গে ৩০০ জন ব্যবহারকারী বা বিনিয়োগকারীর হিট নিতে পারেন। কিন্তু বর্তমানে সেখানে ৫০০ ছাড়িয়ে যাওয়ায় অ্যাপ ব্যবহারে সমস্যা দেখা দেয়। এ কারণে ওএমএসের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিএসই সূত্র জানা যায়, আগামী ১১ জানুয়ারি সোমবার থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ডিএসইর অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের (ওএমএস) রক্ষণাবেক্ষণের কাজ চলবে।