আজকের এই দিনে ১৯৭৩ সালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অ্যান্ডারসন শহরে জন্মগ্রহণ করেছিলেন ‘ব্ল্যাক প্যান্থার’খ্যাত হলিউড অভিনেতা চ্যাডউইক বোসম্যান। দীর্ঘ চার বছর ধরে কোলন ক্যান্সারের সঙ্গে লড়াই করে চলতি বছরের ২৯ আগস্ট মৃত্যুবরণ করেন তিনি।
বোজম্যানের ভাষ্যমতে তার ডিএনএ পরীক্ষণের মাধ্যমে জানা যায় তার পূর্বপুরুষগণ সিয়েরা লিওনের ক্রিও জাতি। নাইজেরিয়ার ইয়োরুবা অঞ্চলের একটি জাতি ছিলো এটি। ওয়াশিংটন ডিসির হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্মাতক শেষ করে অভিনয় জগতে প্রবেশ তার।
ক্যরিয়ারের শুরুতেই ‘থার্ড ওয়াচ’, ‘ল অ্যান্ড অর্ডার’ ও ‘ইআর’র মতো টেলিভিশন ড্রামায় অভিনয় করেন তিনি।
মার্ভেল সিরিজের ‘ব্ল্যাক প্যান্থার’ ছবির জন্য ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিলেন অকাল প্রয়াত বোসম্যান। সিনেমাটিতে তার দুর্দান্ত অভিনয় সবার মন জয় করে নেয়। ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমায় হলিউড ইতিহাসের প্রথম কোনো কৃষ্ণাঙ্গ হিসেবে সুপারহিরো সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
মার্ভেলের বাইরেও তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো- ‘গেট অন আপ’, ‘মার্শাল’, ‘২১ ব্রিজেস’, ‘দ্য ফাইভ ব্লাডস’।
আমার বার্তা/২৯ নভেম্বর ২০২০/জহির