ভারতীয় টিভি তারকা সাকিব খান শোবিজ ছাড়ার ঘোষণা দিয়ে নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন । লিখেছেন, ‘আমার হাতে কাজ না থাকায় অভিনয় ছেড়েছি বিষয়টি এমন না। আমার হাতে বেশ ভালো কিছু প্রজেক্ট আছে। কিন্তু এতে আল্লাহ ইচ্ছা নেই। এরচেয়ে ভালো কিছু আল্লাহ আমার জন্য রেখেছেন। ইনশাআল্লাহ।’
কোরআন শরীফ হাতে মাথায় কালো টুপি পড়ে একটি ছবিও শেয়ার করেছেন সাকিব। লম্বার স্ট্যাটাসে তিনি আরও লেখেন, ‘আল্লাহ শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। আমি পরিশ্রম করেছি, অতি অল্প সময়ে আমি নাম করেছি এবং ফ্যান-ফলোয়ার পেয়েছি। কিন্তু এ তো শুধু দুনিয়ার জন্য, আখেরাতের জন্য তো কিছুই করিনি।’
স্ট্যাটাসের শেষে তিনি ক্ষমা চেয়ে লিখেছেন, ‘ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে কারো মনে কষ্ট দিলে আমাকে ক্ষমা প্রার্থনা করছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের দোয়া কবুল করুন এবং আমাদের ওপর আর্শীবাদ করুন। আমিন।’