আগামী ঈদে একটি ইউটিউব চ্যানেলে প্রচারের জন্য মাহমুদ মাহিন নির্মাণ করেছেন নাটক ‘লাস্ট লাভ’ (নাটকে অভিনয় করেছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী ফারিণ)।
এই নাটকে ‘হৃদয়ে লিখেছি নাম’ শিরোনামের গান গেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত সঙ্গীতশিল্পী ন্যানসি। গত সোমবার গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়। গানটি লিখেছেন মেহেদী হাসান লিমন এবং সুর সঙ্গীত করেছেন শাহরিয়ার আলম মার্সেল। নাটকের নতুন এই গানটিতে ন্যানসির সঙ্গে মার্সেলও গেয়েছেন।
ন্যানসি বলেন, ‘মার্সেলের সুর সংগীতায়োজনে পূর্বেও গান গেয়েছি। এই প্রথম বারের মত ওর সাথে জুটি বেধে একটি গান গাইলাম। গানটি গাইতে গিয়ে টের পেলাম মার্সেল দারুন গায়। ওর কণ্ঠের নিজস্ব স্বকীয়তা আছে। ঈদ উপলক্ষ্যে মুক্তি পাবার অপেক্ষায় থাকা আমাদের এই গানটি যদি শ্রোতাদের মনে নাড়া দেয় তবে নিশ্চই আমরা আরও কিছু মৌলিক গান উপহার দিবো। সবাইকে অগ্রীম ঈদ মোবারক।’