শরীফ মুহাম্মদ
দ্বীনি বিষয়ে নেতৃত্বের জায়গায় নেই সৌদি
তাবলীগ জামাতের বিরুদ্ধে বর্তমান সময়ে সৌদিতে এ ধরনের প্রকাশ্য বদনাম ও অভিযোগের বিশ্বজনীন কোনো খারাপ প্রভাব পড়বে না, ইনশাআল্লাহ। পাক- ভারত-বাংলাদেশ; উপমহাদেশেও এই নিষেধাজ্ঞার কোনো কুপ্রভাব পড়ার সম্ভাবনা নেই। প্রকাশ্য আয়োজনে গান-বাদ্য, কনসার্ট, নাচ-গান-সিনেমার লোকজনকে আমন্ত্রণ করে সেখানে নিয়ে যাওয়ার এই সময়টাতে পৃথিবীর মুসলমান এমনিতেই তাদের ওপর বিরক্ত। বিশ্ব মুসলমান দ্বীনি কোনো বিষয়ে তাদেরকে অনুসরণীয় কিংবা নির্দেশনাদাতার জায়গায় এখন আর মনে করে না, উল্টো অপছন্দ করে। এ অবস্থায় তাদের তাবলীগ-বিরোধিতা তাবলীগের জন্য আরো ইতিবাচক।
দাঈ ও লেখক