শাইখুল হিন্দ রহ. বলেছেন, মুসলমানরা কুরআনের শিক্ষায় যত দিন থাকবে ততদিন তারা অটুট থাকবে, চালু না থাকলে তাদের ভিত নড়বড়ে হয়ে যাবে। কুরআনের শিক্ষা ঘরে ঘরে পৌঁছে দেয়ার কাজ করেছেন কারী বেলায়েত হোসাইন রহ.। মূলত আমাদের মনীষীরা দ্বীনকে মানুষের কাছে কাছে পৌঁছে দেয়ার জন্য সবধরনের ত্যাগ দিয়েছেন। তাদের মধ্যে হযরত কারী বেলায়েত রহ. একজন। নূরানী পদ্ধতির মাধ্যমে কুরআনকে তিনি একেবারে তৃণমূলে পৌঁছে দিয়েছেন। সফল হয়েছেন। বাংলাদেশের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে কোথাও বাকি নেই- যেখানে তার শিক্ষাসেবা চলছে না এমন নেই।
প্রধান মুফতী, মারকাযু শাইখিল ইসলাম ঢাকা