পরীক্ষায় অংশগ্রহণ বড় শিক্ষা । যারা কৃতকার্য হয় এবং অকৃতকার্য-সবার জন্যই শিক্ষা। শিক্ষার্থীদের উচিৎ অন্যদের দেখে শিক্ষা নেয়া। নিজেদের পড়ালেখার মাত্রা বাড়িয়ে দেয়া। চেষ্টার পর একজন শিক্ষার্থী নিজের অবস্থানটা খোঁজে পায়। সাফল্য পায়। সফলতার জন্যই শিক্ষার্থীকে পরিশ্রমী হতে হয়। পরের পরীক্ষার জন্য শিক্ষার্থী নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারে। নিজের সক্ষমতা দেখাতে পারে। পরিশ্রমেই কখন যে একজন শিক্ষার্থী মেধাবী ছাত্রে পরিণত হয় তা নিজেও জানে না। এ জন্য চাই, শিক্ষকদের প্রতি আন্তরিক ভালোবাসা। হৃদ্যতা। তখন শিক্ষকগণও তাদের সেরাটা দেন। আল্লাহ আমাদের তাওফিক দিন।
শাইখুল হাদিস, জামিয়া আফতাবনগর, ঢাকা