জীবন ও ইসলাম ডেস্ক : যশোরের শীর্ষ আলেম, পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম এবং যশোর দারুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা আবুল খায়ের বুধবার রাত তিনটায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বাদ জোহর যশোর বাস স্ট্যান্ডে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে জেলার শীর্ষস্থানীয় আলেম-ওলামা, রাজনীতিবিদ, পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যানসহ সর্বস্তরের মুসল্লীগণ অংশগ্রহণ করেন। তিনি তিনদশকের অধিক সময় উক্ত মসজিদের ইমাম ও খতিব এবং পাশের দাওরায়ে হাদিস মাদ্রাসার মুহতামিমের দায়িত্ব পালন করছিলেন।
তিনি তিন মেয়ে এবং এক ছেলে সন্তানের পিতা। জানাজায় ইমামতি করেন তার একমাত্র ছেলে হাফেজ নোমান যশোরী। জানাজা শেষে তাকে যশোর রেলওয়ে স্টেশন মাদরাসার সংলগ্ন একটি স্থানে দাফন করা হয়।