আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রোববার সন্ধ্যায় দু'পক্ষের মধ্যে হঠ্যাৎ ব্যাপক সংঘর্ষ সংগঠিত হয়েছে। এ সময় নগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ নগরের কয়েকজন জরুরী মিটিং করছিলেন। নিচে অবস্থান নেন শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জি এম আতিক ও ১৩,১৯,২০ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর চামেলী ও ২০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন মনু সহ প্রায় শতাধিক অনুসারী নিয়ে ২০নং ওয়ার্ডের আওয়ামী লীগের লোকদের উপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছেন। হামলায় গুরুতর আহত হয়েছেন ২০নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য, জামাল হোসেন গুলিস্তান ১নং ইউনিট যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক, দৌলত হোসেন ১নং ইউনিট আওয়ামী লীগ সদস্য। এই তিনজনই গুরুতর আহত হয়েছেন।
আমার বার্তা/২৩ নভেম্বর ২০২০/জহির