আন্তর্জাতিক টিভি নেটওয়ার্ক আল জাজিরার ‘অল দ্য প্রাইম মিনিসটারস মেন’ রিপোর্টটি সরাতে রাজি হয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এতথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। প্রতিবেদনটি সরিয়ে নিতে ফেসবুক ও গুগলের কাছে আবেদন জানিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এতে ফেসবুক কর্তৃপক্ষ সাড়া দিয়েছে বলে জানান মোস্তাফা জব্বার।
তিনি বলেছেন, ফেসবুকের সঙ্গে কথা হয়েছে, তারা রিপোর্টটি সরাতে রাজি হয়েছে।দ্রুতই সরে যাবে। এসময় ইউটিউব থেকে রিপোর্টটি সরানোর বিষয়ে কথাবার্তা চলছে বলেও জানান মন্ত্রী।