ই-পেপার শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ফেরিডুবির কারণ নিয়ে পাওয়া যাচ্ছে তিন ধরনের বক্তব্য

নিজস্ব প্রতিবেদক:
১৭ জানুয়ারি ২০২৪, ১৯:৩৭
ডুবে যাওয়া ফেরি উদ্ধারে পাটুরিয়া ঘাটে উদ্ধারকারী জাহাজ হামজা। ছবি সংগৃহীত

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে ‘রজনীগন্ধা’ ফেরিডুবির কারণ নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা। পাশাপাশি ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিসির পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ফেরিডুবির কারণ হিসেবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষের কর্মকর্তারা বলেছেন, বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ডুবে গেছে ফেরিটি। তবে নৌ-পুলিশ জানিয়েছে, ডুবোচরে ধাক্কা খেয়ে তলা ফেটে ফেরিটি ডুবে গেছে। ফেরিতে থাকা প্রত্যক্ষদর্শী ও ট্রাকচালকরা জানিয়েছেন, ছিদ্র হয়ে পানি ঢুকে কাত হয়ে ধীরে ধীরে ডুবে যায় ফেরিটি।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের অদূরে নোঙর করে রাখা যানবাহনবোঝাই ফেরিটি ডুবে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে আসে রজনীগন্ধা। এতে ছোট-বড় ৯টি ট্রাক ছিল। ঘন কুয়াশার কারণে রাত দেড়টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের অদূরে পদ্মা নদীতে ফেরিটি আটকে যায়। এ সময় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকে। বুধবার সকাল ৮টার পরপরই ডুবতে থাকে ফেরিটি। তখন যানবাহনের চালক, সহকারী ও ফেরিতে কর্মরত লোকজন দ্রুত নদীতে ঝাঁপ দিয়ে জীবন বাঁচান।

ফেরিডুবির কারণ হিসেবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, ‘মঙ্গলবার রাতে ফেরিটি সাতটি ছোট ট্রাক ও দুটি বড় ট্রাক নিয়ে দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। কিন্তু ঘন কুয়াশার কারণে ফেরিটি পাটুরিয়া ৫ নম্বর ঘাটের অদূরে নোঙর করে রাখে। সকাল ৮টার দিকে বালুবাহী একটি বাল্কহেড ধাক্কা দিলে ফেরিটি কাত হয়ে নদীতে ডুবে যায়। ঘন কুয়াশার কারণে বাল্কহেডটি চিহ্নিত করা সম্ভব হয়নি। সকাল ৮টা থেকে সোয়া ৮টার মধ্যে ফেরিটি ডুবে গেছে।’

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের লোকজন ট্রলার নিয়ে ঘটনাস্থলে যান। এর আগে নদীতে ঝাঁপ দেওয়া কয়েকজন সাঁতরে তীরে ওঠেন। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা ছয় জনকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। এ ঘটনায় ফেরির দ্বিতীয় ইঞ্জিনচালক হুমায়ুন কবির (৩৯) নিখোঁজ রয়েছেন।

দুর্ঘটনার কারণ হিসেবে নৌ-পুলিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, ‘দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাটের আসার পথে ডুবোচরে ধাক্কা লেগে ফেরির তলা ফুটো হয়ে গেলে পানি ঢুকতে থাকে। কুয়াশায় পথ দেখতে না পেয়ে পাটুরিয়া ঘাটের ২০০-২৫০ গজ অদূরে ফেরিটি নোঙর করা হয়। এরপর ধীরে ধীরে পানি ঢুকে সকাল সোয়া ৮টার দিকে ৯টি ট্রাকসহ ফেরিটি ডুবে যায়। ফেরিতে থাকা ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের অধিকাংশই পণ্যবাহী ট্রাকের চালক-শ্রমিক। তবে ফেরির ইঞ্জিনচালক হুমায়ুন কবির নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।’

ফেরি থেকে বেঁচে ফেরাদের মধ্যে আট জন ট্রাকচালক রয়েছেন। এর মধ্যে পাঁচ জন চালক জানিয়েছেন, কিছুর সঙ্গে ধাক্কা লেগে নয়, ফেরির তলা ছিদ্র হয়ে পানি ঢুকে ডুবে গেছে।

ফেরিসহ ডুবে যাওয়া একটি ট্রাকের চালক আশিক শেখ। তিনি বলেন, ‘কুয়াশার কারণে ফেরিটি আটকা পড়ে এবং আমরা অপেক্ষা করছিলাম। হঠাৎ ফেরির এক কর্মচারী চিৎকার করে বলেন, ফেরিতে পানি ঢুকছে। তিনি আমাদের নদীতে ঝাঁপ দিতে বলেন। তারা আমাদের কোনও লাইফ জ্যাকেট বা কিছুই দেয়নি। এ অবস্থায় আমি নদীতে ঝাঁপ দেই এবং সাঁতরে জীবন বাঁচাই। তুলাবোঝাই আমার ট্রাকটি ডুবে গেছে।’

ফেরিতে থাকা আরেক ট্রাকের চালক সাজ্জাদ আলী বলেন, ‘রাত দেড়টার দিকে ফেরিটি আটকা পড়ে। তখন কেউ কেউ বলেছিল, ডুবোচরে আটকে গেছে। পরে জানতে পারি কুয়াশার কারণে ফেরি বন্ধ করে দেওয়া হয়। আমরা ফেরিতেই ছিলাম। পরে ফেরির এক কর্মী আমাদের জানান, এটি ডুবে যাচ্ছে। তখন দেখি ধীরে ধীরে পানি ঢুকছে এবং একপর্যায়ে ডুবে যায়। কোনও কিছুর সঙ্গে ফেরির সংঘর্ষ হয়নি। পানি ঢুকে ডুবেছে।’

ফেরিতে থাকা চুয়াডাঙ্গা থেকে আসা পণ্যবোঝাই ট্রাকের মালিক নাজমুল হোসাইন বলেন, ‘সকাল সাড়ে ৬টার পর নোঙর করা ফেরির পেছন দিক দিয়ে পানি উঠতে থাকলে আমরা ফেরির লোকজনকে ডেকে বিষয়টি দেখাই। তারা তোয়াক্কা করেনি। ইচ্ছা করলে ফেরিটি দ্রুত চালু করে তীরে যেতে পারতো। ফেরিকে বাল্কহেড কিংবা কোনও নৌযান ধাক্কা দেয়নি, তলা ফেটে এটি ডুবে গেছে। আমরা নিজ চোখে দেখেছি।’

ফেরিতে থাকা আরেক ট্রাকচালক মজনু মিয়া বলেন, ‘ভোরের দিকে তলা ফেটে ফেরিতে পানি উঠতে থাকে। ফেরির লোকজনকে জানালে পানি নিষ্কাশনের চেষ্টা চালায়। ধীরে ধীরে কাত হয়ে ডুবতে থাকে। একপর্যায়ে সকাল সোয়া ৮টার দিকে ডুবে যায়। এ সময় আমরা নদীতে ঝাঁপ দিয়ে জীবন বাঁচাই।’

ভিন্ন ভিন্ন বক্তব্যের কারণ জানতে চাইলে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, ‘আমরা প্রাথমিকভাবে শুনেছি বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে গেছে। এখন শুনছি এমন কিছু ঘটেনি। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছি আমরা। দুর্ঘটনার কারণ তদন্ত শেষে বলা যাবে।’

এ ব্যাপারে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মতিউর রহমান বলেন, ‘দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ফেরি ডুবে যাওয়ার আসল কারণ তদন্ত করে জানাবে কমিটি।’

একই ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা জেসমীনকে প্রধান করে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। আগামী সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে ফেরিডুবির কারণ সম্পর্কে জেলা প্রশাসক রেহেনা আকতার বলেন, ‘কী কারণে ফেরিটি ডুবেছে, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

আমার বার্তা/এমই

জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে: ইসি হাবিব

কেন্দ্র দখল তো দূরের কথা, একটা ভোট জাল পড়লেই কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে বলে

৪ দশকে আয়তন অর্ধেক, উত্তাল পদ্মা যেন মরুভূমি

আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করে কলকতা বন্দরের নাব্যতা বৃদ্ধির কারণ দেখিয়ে সৃষ্ট ফারাক্কা বাঁধের প্রভাবে

ন্যায়বিচার পাওয়া সাংবিধানিক অধিকার: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ন্যায়বিচার প্রাপ্তি মানুষের মৌলিক অধিকার। প্রতিটা মানুষ বিচার পাবেন। বিচারপ্রার্থীদের

পুত্রবধূ হত্যা মামলায় র‍্যাবের হাতে শাশুড়ি আটক, পরে মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে র‍্যাবের হেফাজতে সুরাইয়া খাতুন (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ মে)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্যের দরকার হলে কেন্দ্রীয় ব্যাংকে একশবার যাবেন: ডেপুটি গভর্নর

জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে: ইসি হাবিব

১২ দিনের সফরে কানাডা-জাপান যাচ্ছেন গণপূর্তমন্ত্রী

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক দেখে বিএনপির মাথায় হাত

দেশে যুক্তরাষ্ট্রের নতুন ক্লাইমেট স্মার্ট লাইভস্টক প্রজেক্ট চালু

দেশের মানুষ বর্তমান সরকারের ওপর বিরক্ত: চুন্নু

মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

বজ্রপাতে চার জেলায় ৮ জনের মৃত্যু

বাংলাদেশ ব্যাংক স্বাধীন সত্তা হারিয়েছে: ড. ফাহমিদা

মেডিক্যাল ছাড়া সব ভিসায় ৩ দিন ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্য উৎপাদন বাড়াতে বললেন প্রাণিসম্পদ মন্ত্রী

৪ দশকে আয়তন অর্ধেক, উত্তাল পদ্মা যেন মরুভূমি

সরকারকে বয়কট করলে ইসরায়েল-ভারতের পণ্য বয়কট করা হবে: আলাল

ন্যায়বিচার পাওয়া সাংবিধানিক অধিকার: প্রধান বিচারপতি

জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিউটন গ্রেপ্তার

অপরিকল্পিত নগরায়ন নেতিবাচক প্রভাব সৃষ্টি করে: তাজুল ইসলাম

পুত্রবধূ হত্যা মামলায় র‍্যাবের হাতে শাশুড়ি আটক, পরে মৃত্যু

এসএমসি প্লাসের উৎপাদন ও বিপণনে বাধা নেই

মার্কিন নিষেধাজ্ঞার কবলে ২৬ চীনা কোম্পানি

সুযোগ পেলেই ওরা সাপের মত ছোবল মারতে চায়: রাষ্ট্রপতি